পুলিশকর্মী, কিছু মানুষের ব্যক্তিগত সাহায্য এবং কয়েকটি ক্লাবের আর্থিক অনুদান একত্রিত করে মোট ১৪ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিল হাওড়া পুলিশ। সোমবার হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে হাওড়া সিটি পুলিশ আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর হাতে এই অর্থসাহায্য তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, করোনার সময়ে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে যাতে রক্তের ঘাটতি না-হয় তার জন্য গোটা এপ্রিল মাস জুড়ে রক্তদানের কর্মসূচি নিয়েছে রাজ্য ও কলকাতা পুলিশ।
এই সঙ্কটে পুলিশ যে ভাবে এগিয়ে এসেছে, তাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দিনরাত কাজ করার পরেও তাঁরা রক্ত দিতে এগিয়ে আসছেন। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা সামলাচ্ছেন। করোনা নিয়ে প্রচার করছেন। এখন রক্তের যা সঙ্কট, তাতে থ্যালাসেমিয়া রোগীদের সমস্যা বাড়ছে। পুলিশের এই উদ্যোগ তাঁদের সাহায্য করবে।’’
রক্তদাতা পুলিশকর্মীদের ব্যক্তিগত ভাবেও কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, হাওড়ায় এখনও পর্যন্ত ছ’-সাত জন করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে খবর আছে। সমগ্র পরিস্থিতির উপরে নজর রাখার জন্য তিনি পুলিশকর্তাদের নির্দেশ দেন। একই সঙ্গে বলেন, ‘‘এ বার ডেঙ্গি নিয়েও সতর্ক থাকতে হবে। কারণ, ডেঙ্গির মরসুম এগিয়ে আসছে।’’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)