Advertisement
০৬ মে ২০২৪
Coronavirus in Kolkata

ফরেন্সিক নমুনা সংগ্রহে পরতে হবে পিপিই

সূত্রের খবর, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সপ্তাহখানেক আগে রাজ্য ফরেন্সিক দফতর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নির্দেশিকা মেনে ওই নির্দেশ জারি করেছে।

ছবি এএফপি।

ছবি এএফপি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০৩:১১
Share: Save:

করোনাভাইরাসের প্রভাব পড়ল ফরেন্সিক নমুনা সংগ্রহের কাজের উপরেও। কোনও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের সময়ে পিপিই (পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) পরতে হবে ফরেন্সিক বিশেষজ্ঞকেও। এমনই নির্দেশ দিয়েছে রাজ্য ফরেন্সিক দফতর। ওই নির্দেশে আরও বলা হয়েছে, যে গাড়িতে ফরেন্সিক বিশেষজ্ঞ ঘটনাস্থলে যাবেন, প্রথমে সেটি জীবাণুমুক্ত করে নিতে হবে। এর পরে চালক এবং ফরেন্সিক বিশেষজ্ঞ নিজেরা জীবাণুমুক্ত হয়ে তবেই গাড়িতে উঠবেন।

সূত্রের খবর, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সপ্তাহখানেক আগে রাজ্য ফরেন্সিক দফতর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নির্দেশিকা মেনে ওই নির্দেশ জারি করেছে। তাতে বলা হয়েছে, নমুনা সংগ্রহের সময়ে ফরেন্সিক বিশেষজ্ঞকে পিপিই পরতে হবে। সামাজিক দূরত্ব মেনে নমুনা সংগ্রহ করতে হবে। একই সঙ্গে স্থানীয় থানার ওসি বা পুলিশকর্মীরাও পিপিই পরেই সামাজিক দূরত্ব মেনে ওই বিশেষজ্ঞ বা বিজ্ঞানীকে সাহায্য করবেন। সব কিছু নিয়ম মেনে হচ্ছে কি না, তা এসি বা ডিএসপিদের দেখতে বলা হয়েছে। সে জন্য ঘটনাস্থলে তাঁদেরও থাকতে হবে। ঘটনাস্থল অজানা এবং অচেনা হওয়ায় যাতে কেউ আক্রান্ত না হন, তার জন্যই কয়েক দফার ওই নির্দেশ বলে জানানো হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের তরফে।

ফরেন্সিক দফতর সূত্রের খবর, মূলত যে থানা এলাকায় ওই ঘটনা ঘটেছে, সেই থানাকেই গাড়ি পাঠাতে হয় ফরেন্সিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে আনার জন্য। ওই পিপিই বা প্রয়োজনীয় অন্য সুরক্ষার ব্যবস্থাও সংশ্লিষ্ট থানাকেই করতে হবে। সব ব্যবস্থা হয়েছে কি না, তা দেখতে বলা হয়েছে ওসিদের।

রাজ্য ফরেন্সিকের এক কর্তা জানান, সপ্তাহ দুয়েক আগে গড়িয়াহাট থানা এলাকার একটি বন্ধ বিপণিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল। মঙ্গলবার সেখানে নমুনা সংগ্রহ করতে যান এক ফরেন্সিক বিশেষজ্ঞ। স্থানীয় থানার তরফে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হয় ওই বিজ্ঞানীকে। শুধু কলকাতা নয়, সারা রাজ্যের ক্ষেত্রেই ওই নির্দেশিকা প্রযোজ্য হবে বলেই দফতর সূত্রে খবর।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE