কলকাতায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই পরিস্থিতি সামাল দিতে আপাতত তিনটি সেফ হোম চালু করতে চলেছে কলকাতা পুরসভা। সোমবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘সাধারণ মানুষের সুবিধার্থে ই এম বাইপাস, গীতাঞ্জলি স্টেডিয়াম ছাড়াও উত্তর কলকাতার হরেকৃষ্ণ শেঠ লেনে একটি সেফ হোম শীঘ্রই চালু করা হবে।’’ পুরসভার এক শীর্ষ কর্তা বলেন, ‘‘কলকাতা পুরসভা করোনা মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে প্রস্তুত। পুরসভা পরিচালিত সমস্ত সেফ হোমই প্রস্তত রাখা হচ্ছে।’’
কলকাতা পুরসভার কমিশনার সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে গৃহ-পর্যবেক্ষণে রয়েছেন। অন্য দিকে, মেয়রের আপ্ত সহায়ক-সহ তাঁর বাড়ির পাঁচ সদস্যও করোনায় আক্রান্ত। পুরভবনের আধিকারিক ও কর্মীদের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, বাইপাসের সেফ হোমে আপাতত ২০০টি, গীতাঞ্জলি স্টেডিয়ামে ১০০টি ও হরেকৃষ্ণ শেঠ লেনে ৫০টি শয্যার ব্যবস্থা রাখা হচ্ছে। পরিস্থিতি বুঝে এই সংখ্যা বাড়ানো হবে। মেয়র জানান, করোনা আক্রান্তদের অনেকেরই বাড়িতে পৃথক থাকার মতো ব্যবস্থা থাকে না। তাঁদের জন্যই এই সেফ হোম চালু করা হচ্ছে।
তবে বর্তমান পরিস্থিতিতে
আক্রান্তেরা বেশির ভাগই উপসর্গহীন হওয়ায় সেফ হোমে ডাক্তার, নার্স থাকলেও অক্সিজেন সিলিন্ডার বা কনসেন্ট্রেটরের প্রয়োজন নেই বলেই মনে করেন মেয়র। তাঁর কথায়, ‘‘সেফ হোমে অক্সিজেন সিলিন্ডার, কনসেন্ট্রেটর থাকবে। তবে এখন যা অবস্থা, তাতে সেগুলি ব্যবহারের প্রয়োজন নেই। পরিস্থিতি বুঝে ব্যবহার করা যাবে।’’