অটোর দাপট চলছেই। ছবি: সংগৃহীত।
যাত্রী নিগ্রহের ঘটনায় ফের শিরোনামে অটোচালক। এ বার উত্তর শহরতলিতে।
বুধবার রাতে, বেলঘরিয়ার রথতলার অটোর লাইনে এক তরুণীর সঙ্গে বচসা হয় এক ব্যক্তির। সে সময়ে ওই ব্যক্তির পক্ষ নিয়ে কয়েক জন অটোচালক তরুণী ও তাঁর স্বামীকে মারধর করেছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নওদা পাড়ার বাসিন্দা ওই তরুণী। তাঁর অভিযোগ, সন্ধ্যায় স্বামী, কন্যা-সহ অটোর লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময়ে লাইনে দাঁড়ানো এক অপরিচিত ব্যক্তি অশালীন মন্তব্য করেন। অভিযোগ, প্রতিবাদ করলে তাঁদের উপর চড়াও হন ওই ব্যক্তি। কয়েক জন অটোচালকও এসে তাঁদের মারধর করেন। ঘটনায় দম্পতির কন্যাও আহত হন। তরুণীর অভিযোগ, তাঁর স্বামীর কাছে থাকা কয়েক হাজার টাকা ও জিনিস খোয়া গিয়েছে। এক পুলিশকর্তা বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’ অন্য দিকে, ওই রুটের অটো সংগঠনের সভাপতি তথা কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘‘খতিয়ে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy