মত্ত অবস্থায় বন্ধুকে খুন এবং তার পরে তথ্যপ্রমাণ লোপাটের অপরাধে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলেন আলিপুর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক বিবেকানন্দ শূর।
আদালত সূত্রে জানা গিয়েছে, খুনের ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ২৩ জানুয়ারি রাতে। পেশায় গাড়িচালক সুরজিৎ দাস বন্ধু রাকেশ হালদার-সহ কয়েক জনের সঙ্গে বেহালা থানার বুড়োশিবতলা এলাকায় মদের আসর বসিয়েছিলেন। আসর শেষে বাকিরা চলে গেলেও রাকেশ ও সুরজিতের মধ্যে ঝগড়া বাধে। অভিযোগ, বচসা চলাকালীন কাঠের বাটাম দিয়ে সুরজিৎকে পিটিয়ে মারে রাকেশ। এর পরে তাঁর দেহ রাস্তায় ফেলে যায়।
পরের দিন সকালে থানায় গিয়ে রাকেশ জানায়, রাস্তায় এক অজ্ঞাতপরিচয় যুবককে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখে সে তাঁকে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। পরে ওই যুবককে ভর্তি করা হয় এসএসকেএমে।
কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সুরজিৎকে পিটিয়ে মেরেছিল রাকেশই। সরকারি আইনজীবী শেখ আরেফুল মুরশেদ বলেন, ‘‘অভিযুক্তকে হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া চলেছে। কয়েক দিন আগে রাকেশকে দোষী সাব্যস্ত করেন বিচারক।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)