Advertisement
E-Paper

আবার ছড়াচ্ছে কোভিড, সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন

দ্বিতীয় ঢেউ আসবে কি না, এলেও তার রূপ কতটা ভয়াল হবে, এখনও জানা নেই কারও। তবে কোভিড আক্রান্তের সংখ্যা ফের ধীরে ধীরে বাড়তেই সিঁদুরে মেঘ দেখছেন কলকাতা পুরসভার কর্তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ০৭:১৭
বিধি-ভঙ্গ: আলিপুরে জেলাশাসকের দফতরে ভোটপ্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উড়ে গেল দূরত্ব-বিধি।

বিধি-ভঙ্গ: আলিপুরে জেলাশাসকের দফতরে ভোটপ্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উড়ে গেল দূরত্ব-বিধি। এ ভাবেই ভিড় জমালেন দলীয় কর্মী-সমর্থকেরা। ছবি: অরুণ লোধ

দ্বিতীয় ঢেউ আসবে কি না, এলেও তার রূপ কতটা ভয়াল হবে, এখনও জানা নেই কারও। তবে কোভিড আক্রান্তের সংখ্যা ফের ধীরে ধীরে বাড়তেই সিঁদুরে মেঘ দেখছেন কলকাতা পুরসভার কর্তারা। শুক্রবার কলকাতা পুরভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহরবাসীর উদ্দেশে সাবধানতার সেই বার্তাই দিলেন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। নাগরিকদের ‘ভীষণ সতর্ক’ হতে আবেদন জানিয়েছেন তিনি।

এ দিন ফিরহাদ বলেন, ‘‘কলকাতা পুরসভার তরফে প্রত্যেক পুরবাসীকে হাতজোড় করে অনুরোধ করছি, কোভিড-প্রোটোকল অক্ষরে অক্ষরে পালন করুন। এখন কোভিড ফের বাড়ছে। সকলের কাছে অনুরোধ, মাস্ক পরুন এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখুন। একমাত্র তা হলেই কোভিডকে নিয়ন্ত্রণ করা যাবে। দেশের অন্যান্য শহরের মতো লকডাউন করতে হবে না।’’ ফিরহাদ অত্যন্ত উদ্বেগের সঙ্গে বলেন, ‘‘শুক্রবারেই শহরে ১৫০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। যা এক সময়ে নেমে গিয়েছিল ৩০ থেকে ৩৫-এ। অন্যান্য শহর থেকে এখন ট্রেন, উড়ান আসছে। মানুষের যাতায়াত বাড়ছে। এই মুহূর্তে আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে।’’

সামনেই বিধানসভার ভোট। কিন্তু রাজনৈতিক দলগুলি প্রচারের সময়ে করোনা-বিধি মানছে না বলে অভিযোগ। সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘‘ভোটের প্রচারে সকলে যাতে মাস্ক পরেন, তার জন্য অনুরোধ করছি। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে হাত নয়, দূরত্ব বজায় রেখে নমস্কার করুন। করোনা-বিধি মানতেই হবে। না-হলে বড় বিপদ হয়ে যাবে।’’

ফিরহাদের কথায়, ‘‘রোগভোগ দল দেখে আসে না। কোভিড থেকে বাঁচতে সকলকেই খুব সতর্ক থাকতে হবে।’’ শহরে সম্প্রতি যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশির ভাগই বহুতল আবাসনের বাসিন্দা। তাই বহুতলের ক্ষেত্রে লিফট ব্যবহারের সময়ে বেশি করে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ফিরহাদের কথায়, ‘‘লিফটের ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভাল। বহুতলের ক্ষেত্রে লিফটে ওঠানামার সময়ে মুখে মাস্ক পরতেই হবে। লিফট নিয়মিত স্যানিটাইজ় করতে হবে। সমস্ত আবাসন কর্তৃপক্ষকেই এই বিষয়গুলি মাথায় রাখতে হবে।’’ ভোটের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময়ে কোভিড-বিধি একেবারেই মানা হচ্ছে না বলে অভিযোগ। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘‘বিষয়টি নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে। আমরাও পুরসভার তরফে বিভিন্ন প্রার্থীদের কাছে আবেদন জানাব।’’

ফিরহাদ জানান, বেলেঘাটা আইডি হাসপাতালে দিন কয়েক আগে এক জন কোভিড রোগীও ছিলেন না। এখন আবার সেখানে রোগীর সংখ্যা বাড়ছে। কোভিড ঠেকাতে পুরসভা ফের একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেবে বলে জানান তিনি। ফিরহাদের কথায়, ‘‘পুরসভা আবার বাড়ি বাড়ি স্যানিটাইজ়েশনের কাজ শুরু করবে। স্প্রিঙ্কলার দিয়ে স্প্রে করা হবে।’’

এ দিন পাশে বসে থাকা প্রাক্তন মেয়র পারিষদ তথা পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষকে লক্ষ করে ফিরহাদ বলেন, ‘‘অতীন এ বার বিধানসভা ভোটের প্রার্থী। তবু কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পুরসভার স্বাস্থ্যকর্মীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন, সে বিষয়টি অতীনকে দেখতে অনুরোধ করছি।’’ অতীনবাবু উত্তরে সম্মতি জানিয়ে বলেন, ‘‘কোভিড ঠেকাতে যা যা করণীয়, পুরসভার স্বাস্থ্য দফতর তা করবে।’’

ফিরহাদ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক শহরবাসীকে কোভিডের প্রতিষেধক দিতে অনুরোধ করেছেন। কিন্তু কেন্দ্র এখনও এ ব্যাপারে সম্মতি দেয়নি। তিনি বলেন, ‘‘তবু পুরসভার তরফে ৪৫ বছরের বেশি বয়সি যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের কোভিড প্রতিষেধক দেওয়া হচ্ছে। সমস্ত ওয়ার্ডে কোভিড পরীক্ষার ব্যবস্থা থাকবে। পুরসভার তরফে বিভিন্ন বাজার-সহ জনবহুল স্থানে কোভিড সতর্কতায় হোর্ডিং টাঙানো হবে বলে ফিরহাদ জানান।

এ দিন এই প্রসঙ্গে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিংহ সরকার জানান, শহরের প্রত্যেক ডিসি-কে বলা হয়েছে, পুলিশকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যাতে মাস্ক পরেন, সে দিকে নজর রাখতে হবে। প্রয়োজনে যথাযথ ব্যবস্থাও নিতে হবে।

Kolkata COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy