একই পরিবারের দুই সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্ধার হওয়া সুইসাইড নোটে নাম রয়েছে একাধিক পাওনাদারের। এমনকি, তাঁরা পাওনা আদায়ের জন্য ওই দু’জনকে চাপ দিচ্ছিলেন বলে সূত্রের খবর। শনিবার বিকেল পর্যন্ত মৃত দু’জনের পরিবারের কোনও সদস্য পুলিশের কাছে অভিযোগ দায়ের না করলেও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। লালবাজার জানিয়েছে, কাকা-ভাইপোর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুইসাইড নোটে নাম থাকা পাওনাদারদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা হয়েছে। এ দিকে এ দিন দেহের ময়না তদন্ত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার পটলডাঙা স্ট্রিটের বাড়ি থেকে মৃণাল বসু ওরফে পলাশ (৭৫) এবং নীলাঞ্জন বসু ওরফে বাবুর (৫০) দেহ উদ্ধার হয়। সম্পর্কে তাঁরা কাকা-ভাইপো। তাঁরা ওই বাড়িতে ভাড়ায় থাকতেন। ওই দিন কয়েক জন পাওনাদার এসে ডাকাডাকি করলেও সাড়া পাননি। খবর পেয়ে পুলিশ পৌঁছে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে অনুমান, বিষ খাওয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ঘর থেকেই একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তা থেকেই জানা যায়, তাঁদের বাজারে দেনা হয়ে গিয়েছিল। পাওনাদারেরা তাগাদাও দিচ্ছিলেন বলে অভিযোগ। তাঁদেরই কয়েক জনের নাম ওই নোটে রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)