E-Paper

পরীক্ষার আগে একুশে খোলা কিছু স্কুল, সংশয় পড়ুয়া-উপস্থিতি নিয়ে

স্কুল খোলা থাকলেও যাদের বাড়ি স্কুল থেকে হাঁটাপথে, সেই পড়ুয়ারাই শুধু আসে। তবে একুশের সমাবেশের জেরে দ্বিতীয় পর্যায়ক্রমিকের আগে স্কুলের পঠনপাঠন যে অনেকটাই ব্যাহত হবে, তা কার্যত মেনে নিয়েছেন প্রধান শিক্ষকেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ০৬:১৯
দ্বিতীয় পর্যায়ক্রমিকের আগে স্কুলের পঠনপাঠন যে অনেকটাই ব্যাহত হবে, তা কার্যত মেনে নিয়েছেন প্রধান শিক্ষকেরা।

দ্বিতীয় পর্যায়ক্রমিকের আগে স্কুলের পঠনপাঠন যে অনেকটাই ব্যাহত হবে, তা কার্যত মেনে নিয়েছেন প্রধান শিক্ষকেরা। —প্রতীকী চিত্র।

আগামী ১ অগস্ট থেকে সেকেন্ড সামেটিভ বা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা শুরু। তার আগে সপ্তাহের প্রথম কাজের দিনেই ২১ জুলাই উপলক্ষে বিশাল সমাবেশ। তবে আজ, সোমবার স্কুল খোলা থাকবে ও পঠনপাঠন চালু থাকবে বলেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি। যদিও স্কুল খোলা থাকলেও শহরের স্কুলগুলিতে, বিশেষত মধ্য কলকাতার স্কুলগুলিতে কত পড়ুয়া আসবে, তা নিয়ে সংশয়ে প্রধান শিক্ষকেরা। কারণ, তাঁদের অনেকেরই পূর্ব অভিজ্ঞতা বলছে, স্কুল খোলা থাকলেও যাদের বাড়ি স্কুল থেকে হাঁটাপথে, সেই পড়ুয়ারাই শুধু আসে। তবে একুশের সমাবেশের জেরে দ্বিতীয় পর্যায়ক্রমিকের আগে স্কুলের পঠনপাঠন যে অনেকটাই ব্যাহত হবে, তা কার্যত মেনে নিয়েছেন প্রধান শিক্ষকেরা।

যেমন, দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকার স্কুলগুলির প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, ২১ জুলাই তাঁদের স্কুলে পড়ুয়া-সংখ্যা খুবই কম থাকে। মিত্র ইনস্টিটিউশন, ভবানীপুর শাখার প্রধান শিক্ষক রাজা দে বলেন, ‘‘গত বছর ২১ জুলাই রবিবার পড়েছিল। কিন্তু তার আগের বছর ২১ জুলাই স্কুলে পড়ুয়া এসেছিল হাতে গোনা। এ বার সপ্তাহের প্রথম দিন হওয়ায় স্কুল খোলা থাকছে। তবে আগের অভিজ্ঞতা থেকে মনে হয়, ১০০ জনের বেশি পড়ুয়া আসবে না। যানজটের আশঙ্কাতেই তারা আসে না। স্কুলগাড়িও চলে না। ফলে যারা হেঁটে স্কুলে আসে, শুধু তারাই আসবে। সামনেই দ্বিতীয় সামেটিভ। এখন স্কুলের প্রতিটি দিনই খুব গুরুত্বপূর্ণ।’’ বেলতলা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা অজন্তা মুখোপাধ্যায় বলেন, ‘‘পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি, ২১ জুলাই পড়ুয়াদের সংখ্যা কিছুটা কম হয়। তবে স্কুল খোলা, মিড-ডে মিলও হবে।’’ শিয়ালদহ এলাকার টাকি গার্লসের প্রধান শিক্ষিকা শম্পা চক্রবর্তী বলেন, ‘‘এই এলাকায় প্রচুর যানজট হয়। অনেক অভিভাবকই সন্তানদের স্কুলে পাঠাতে চান না। তার মধ্যে স্কুল খোলা রাখতেই হবে বলে নির্দেশ আছে। তবে মিড-ডে মিলের পরেই অর্থাৎ চতুর্থ পিরিয়ডের পরে ছুটি দিয়ে দেব। না হলে যাদের দূরে বাড়ি, তাদের ফিরতে অসুবিধা হবে।’’ হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত বলেন, ‘‘আমাদের মধ্য কলকাতায় স্কুল। ২১ জুলাই উপলক্ষে এ দিকে যানজট খুব বেশি হয় না। তবে পড়ুয়াদের উপস্থিতির হার কম থাকে। যারা আসে, তারা মেট্রোয় অথবা হেঁটে আসে। স্কুলগাড়ি বেশির ভাগই আসে না।’’

কিছু বেসরকারি স্কুল অবশ্য ২১ জুলাই উপলক্ষে বন্ধ থাকছে। তবে, অনলাইনে ক্লাস হবে। কোনও স্কুল আবার আজ ছুটির পরিবর্তে শনিবার খোলা থাকছে। সল্টলেকের আওয়ার লেডি কুইন অব দ্য মিশন অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। পাশাপাশি, আজ, সোমবারের পরীক্ষাগুলিও পিছিয়ে দিয়েছে। শ্রীশিক্ষায়তন আজ ছুটি দিলেও আগামী শনিবার ছুটির দিনে তাদের ক্লাস হবে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা সঙ্গীতা টন্ডন বলেন, ‘‘এক্সাইড মোড়ে এতটাই যানজট হয় যে, পড়ুয়ারা আসতে পারে না। শিক্ষিকাদেরও আসতে অসুবিধা হয়। তাই সোমবার ছুটি দিয়ে শনিবার ছুটির দিন ক্লাস করাব।’’

অভিনব ভারতীর অধ্যক্ষা শ্রাবণী সামন্ত জানান, তাঁদের স্কুলের আশপাশে যানজটের কারণে স্কুল খোলা থাকলেও পড়ুয়া খুব কম আসবে। তাই সোমবার ছুটি দিয়ে শনিবার ক্লাস করাবেন তাঁরা। সাউথ পয়েন্ট হাই স্কুলে সাড়ে ১১টা পর্যন্ত অভিভাবক-শিক্ষকদের বৈঠক আছে। তার পরে ক্লাস হবে না। জুনিয়র বিভাগের ক্লাসগুলিহবে অনলাইনে। লা মার্টিনিয়ারের সচিব সুপ্রিয় ধর বলেন, ‘‘আমাদের স্কুলে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ক্লাস অনলাইনে হবে।’’ নিউ টাউন স্কুল কর্তৃপক্ষ জানান, আজ তাঁদের নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ছুটি। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২টো ৪০ মিনিটের জায়গায় ১২টা ৪০ পর্যন্ত ক্লাস হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

21 July Students

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy