Advertisement
২৫ এপ্রিল ২০২৪

স্টিয়ারিংয়ে বসে মৃত্যু

পুলিশ জানায়, বুধবার ১১টা নাগাদ দক্ষিণ-পশ্চিম ট্র্যাফিক গার্ডের ওসি সমীর পাঁজা ও সার্জেন্ট অর্ণব মণ্ডল খবর পান, একটি গাড়ি ব্রিজের উপরে হঠাৎই থেমে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন, চালক অচৈতন্য অবস্থায় পড়ে। অর্ণববাবু তাঁকে পাশের আসনে সরিয়ে গাড়ি চালাতে শুরু করেন। সামনে বাইক নিয়ে যেতে থাকেন সমীরবাবু।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ০৩:১৭
Share: Save:

গাড়ি চালিয়ে মালিককে অফিসে পৌঁছে দিতে যাচ্ছিলেন তরুণ চালক। মাঝেরহাট ব্রিজ থেকে মোমিনপুরের দিকে নামার সময়ে হঠাৎই গতি কমে এল গাড়ির। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথেও উঠে গেল গাড়ির খানিকটা অংশ। তার পরে থেমে গেল। পিছনের আসনে বসা মালিক এবং পথচলতি মানুষজন দেখলেন, এলিয়ে পড়েছেন চালক। শরীরে সাড় নেই। কর্তব্যরত সার্জেন্টদের তৎপরতায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই যুবক নাজিম আলিকে (২৫)। চিকিৎসকেরা জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি।

পুলিশ জানায়, বুধবার ১১টা নাগাদ দক্ষিণ-পশ্চিম ট্র্যাফিক গার্ডের ওসি সমীর পাঁজা ও সার্জেন্ট অর্ণব মণ্ডল খবর পান, একটি গাড়ি ব্রিজের উপরে হঠাৎই থেমে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন, চালক অচৈতন্য অবস্থায় পড়ে। অর্ণববাবু তাঁকে পাশের আসনে সরিয়ে গাড়ি চালাতে শুরু করেন। সামনে বাইক নিয়ে যেতে থাকেন সমীরবাবু। তিনি বলেন, ‘‘দশ মিনিটের মধ্যে চিকিৎসা শুরু হলেও ডাক্তারেরা জানান, চালকের মৃত্যু হয়েছে গাড়ি চালাতে চালাতেই।’’ গাড়ির মালিক অপূর্ব পাল জানিয়েছেন, নাজিমের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাটে। দীর্ঘ দিন ধরে তিনি তাঁর গাড়ি চালাচ্ছিলেন। কোনও দিন নাজিমের কোনও অসুস্থতার কথা জানতেন না অপূর্ববাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Driver Car চালক
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE