আসন্ন বড়দিনের আগেই পূর্ব-পশ্চিম মেট্রোয় ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময়, দুই-ই ফের বাড়াতে চলেছেন মেট্রো কর্তৃপক্ষ। আগামী সোমবার, ১৫ ডিসেম্বর থেকে ওই মেট্রোয় হাওড়া ময়দান থেকে রাতের শেষ ট্রেন ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে ১০টা ৫ মিনিটে ছাড়বে। তবে, ওই ট্রেনটি যাবে সল্টলেকের সেন্ট্রাল পার্ক স্টেশন পর্যন্ত। পাশাপাশি, ১৫ তারিখ থেকেই সোম থেকে শুক্রবারের মধ্যে এক জোড়া ট্রেন বাড়ছে পূর্ব-পশ্চিম মেট্রোয়। সারা দিনে আপ ও ডাউন মিলিয়ে ২২৬টি ট্রেনের জায়গায় ২২৮টি ট্রেন চলবে। শনিবার ২০২টি ট্রেনের পরিবর্তে ২০৪টি এবং রবিবার ১০৪টি ট্রেনের বদলে ১০৮টি ট্রেন চলবে।
এ ছাড়াও কাল, রবিবার স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) থাকায় পরীক্ষার্থীদের সুবিধার জন্য সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টা থেকে উত্তর- দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রোয় পরিষেবা শুরু হবে। এই দুই মেট্রোপথে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ২০ মিনিট অন্তর এবং ৮টা থেকে ৯টার মধ্যে ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে। উত্তর-দক্ষিণ মেট্রোয় সারা দিনে ১৪৪টি এবং পূর্ব-পশ্চিম মেট্রোয় ১১৮টি ট্রেন চলবে। তবে, দুই মেট্রোর ক্ষেত্রেই রাতের অন্তিম পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)