Advertisement
E-Paper

আর্থিক অনিয়মে রাশ টানতে বৈঠক

পুরসভা সূত্রের খবর, মেট্রো প্রকল্পের জন্য উচ্ছেদ হওয়ার বাসিন্দাদের পুনর্বাসন দিতে গিয়ে যে খরচ হয়েছে, প্রশ্ন উঠেছে তা নিয়েও। যা খতিয়ে দেখছে ওই কমিটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০১:৫৯
জ্যোতিপ্রিয় মল্লিক।

জ্যোতিপ্রিয় মল্লিক।

পুরসভার দৈনন্দিন কাজকর্মে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সরকারি নিয়ম না মানা নিয়ে অসন্তোষ বাড়ছিল পুর আধিকারিকদের মধ্যে। সব অনিয়মে এ বার কড়া হাতে রাশ টানছে দক্ষিণ দমদম পুরসভার জন্য গঠিত মনিটরিং কমিটি। ওই পুরসভা সূত্রের খবর, মেট্রো প্রকল্পের জন্য উচ্ছেদ হওয়ার বাসিন্দাদের পুনর্বাসন দিতে গিয়ে যে খরচ হয়েছে, প্রশ্ন উঠেছে তা নিয়েও। যা খতিয়ে দেখছে ওই কমিটি।

সম্প্রতি পুরপ্রধানের ঘরে কমিটির আহ্বায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার এবং পুর এলাকার তিন বিধায়ক, পূর্ণেন্দু বসু, ব্রাত্য বসু ও সুজিত বসু। সুজিত আবার ওই পুরসভার ভাইস চেয়ারম্যানও। গত দেড় বছরে আর্থিক অনিয়মের প্রশ্নে একাধিক বার উত্তপ্ত হয়েছে ওই পুরসভার মাসিক অধিবেশন এবং চেয়ারম্যান পরিষদের বৈঠক। প্রমোদনগরে মেট্রো রেলের পুনর্বাসন প্রকল্পের পাশাপাশি দরপত্র ডাকার পদ্ধতি, অর্থ দফতরের নিয়ম না মেনে নগদে লেনদেন, বাজেট-বহির্ভূত খরচ-সহ অনিয়মের তালিকা দীর্ঘ। সে সব প্রশ্নেই পুরসভার করণীয় স্থির করে দিলেন জেলা সভাপতি ও দমদমের সাংসদ।

মেট্রো পুনর্বাসন প্রকল্পে ১৫ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য। কিন্তু খরচ দাঁড়িয়েছে ২০ কোটিরও বেশি। কোন পরিস্থিতিতে খরচ বেড়ে গেল, তা ওই বৈঠকে খতিয়ে দেখার কথা বলা হয়েছে। জ্যোতিপ্রিয় বলেন, ‘‘মেট্রো পুনর্বাসন প্রকল্পের গুণমান পরীক্ষা করবে পরিবহণ দফতর। বাড়িগুলির স্থায়িত্ব কেমন, রাস্তা, নিকাশি ব্যবস্থার পর্যালোচনা করা হবে।’’ পাশাপাশি তিনি জানান, দু’হাজার টাকার বেশি নগদে লেনদেন করা যাবে না। সমস্ত বকেয়া চেকে মেটাতে হবে। নিয়ম মেনে ই-টেন্ডার ডাকতে হবে। ২০ লক্ষ টাকার কাজ হলে ওই টাকারই ই-টেন্ডার করতে হবে। নগদে লেনদেন বন্ধে পারচেজ বিভাগে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে বাড়তি দায়িত্ব নিতে বলা হয়েছে।

খাদ্যমন্ত্রীর কথায়, ‘‘পুরসভাগুলিকে আর্থিক শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। তা নিশ্চিত করতে প্রতি মাসেই এ ধরনের বৈঠক হবে।’’ সৌগত বলেন, ‘‘সরকারি নিয়ম মেনে পুরসভাকে খরচ করতে হবে। সেটা হচ্ছে না। তা যাতে হয়, সে জন্য গঠনমূলক আলোচনা হয়েছে।’’

Jyotipriya Mallick KMC Monitoring committee পুরসভা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy