Advertisement
২৮ মার্চ ২০২৩
Metro

আলোচনা চেয়ে রেলের চিঠি রাজ্যকে

তবে রাজ্যের তরফে বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে রেল সূত্রে জানা গিয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২০ ০৪:৩৬
Share: Save:

পরিষেবা শুরু করার আগে আলোচনায় বসতে চেয়ে রাজ্য প্রশাসনকে চিঠি দিলেন পূর্ব রেল কর্তৃপক্ষ। তাঁদের তরফে রাজ্যের মুখ্যসচিবকে লেখা ওই চিঠিতে প্রস্তাব দেওয়া হয়েছে, শহরতলির ট্রেন এবং মেট্রো পরিষেবা শুরু করা নিয়ে পূর্ব, দক্ষিণ-পূর্ব এবং মেট্রো রেল একযোগে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে চায়। আনলক-৪ পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মেট্রো চালানোর অনুমতি দিলেও শহরতলির লোকাল ট্রেন চালানোর বিষয়ে কিছু জানায়নি। রাজ্যের তরফে অবশ্য ইতিমধ্যেই রেল বোর্ডকে চিঠি দিয়ে লোকাল ট্রেন এবং মেট্রো চালানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। তারই ভিত্তিতে শহরতলির ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছেন পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে রেল বোর্ডকে লেখা চিঠিতে পরিষেবা শুরুর আগে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করার কথাও জানানো হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, পূর্ব, দক্ষিণ-পূর্ব এবং মেট্রো রেল একযোগে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী। পরিষেবা নিয়ে যথাযথ সমন্বয় গড়ে তুলতেই এই উদ্যোগ বলে খবর। তবে রাজ্যের তরফে বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে রেল সূত্রে জানা গিয়েছে।

Advertisement

পরিষেবা শুরু করা নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনায় বসার আগে কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রকের তৈরি করা আদর্শ আচরণবিধি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর বা এসওপি) হাতে পেতে চাইছেন মেট্রো কর্তৃপক্ষ। যাতে সামগ্রিক ব্যবস্থাপনায় কোনও ফাঁক না-থাকে। মেট্রো সূত্রের খবর, আজ বুধবার ওই আচরণবিধি প্রকাশিত হতে পারে। পরিষেবা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার বৈঠকে বসেছিলেন মেট্রোকর্তারা। পার্ক স্ট্রিটে মেট্রো ভবনে ওই বৈঠকে কর্তাদের একাংশ সপ্তাহে ছ’দিন, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ট্রেন চালানোর প্রস্তাব দেন। রবিবার পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়। দিনের ব্যস্ত সময়ে ১০-১২ মিনিট এবং অন্য সময়ে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো চালানোর কথাও ওঠে।

যাত্রীদের জন্য স্মার্ট কার্ড ছাড়াও তাঁদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ বাধ্যতামূলক ভাবে ডাউনলোড করার প্রস্তাবও ওঠে এ দিনের বৈঠকে। আগেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিলেন, যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। স্টেশনে প্রবেশের আগে থার্মাল স্ক্যানিং করার বিষয়েও এ দিন আলোচনা করেন আধিকারিকেরা। যাত্রী সংখ্যা সীমিত রাখতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়। তবে এ বিষয়ে এখনও সরকারি স্তরে কোনও সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, রেলের তরফে আইআরসিটিসি-র বিশেষ ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সূত্রের খবর, দেশের অন্য শহরগুলিতে মেট্রো যাত্রার ক্ষেত্রেও এমন নির্দেশ জারি করতে পারে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক। তবে এ দিনের বৈঠকে আধিকারিকদের একাংশ জানান, মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ বাধ্যতামূলক করলে যাঁদের স্মার্ট ফোন নেই, তাঁরা সমস্যায় পড়তে পারেন। সে ক্ষেত্রে মেট্রো যাত্রা থেকে বঞ্চিত হবেন তাঁরা। ফলে শেষ পর্যন্ত কী হবে, তা চূড়ান্ত হয়নি। মেট্রোকর্তাদের বৈঠকে এ দিন কারশেডে নিয়মিত ভাবে রেক স্যানিটাইজ করার বিষয়েও আলোচনা হয়। মেট্রো সূত্রের খবর, ওই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এ ছাড়া সংক্রমণ ঠেকাতে সমস্ত এসি রেক জীবাণুমুক্ত করা হচ্ছে। পাশাপাশি, পরিষেবা চলাকালীন নিয়মিত সব স্টেশনও জীবাণুমুক্ত করার কাজ হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.