প্রথম দিনে সাত ঘণ্টা জেরা। তার পরেও ‘সন্তুষ্ট’ হতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাই বুধবার ফের বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তলব করে জেরা শুরু করলেন ইডি অফিসারেরা।
এ দিন দুপুরে বৈশাখীকে সঙ্গে নিয়ে সল্টলেকের ইডি দফতরে পৌঁছে যান প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। নারদ মামলায় এক দিকে যখন বৈশাখীকে জেরা করছেন অফিসারেরা, তখন ইডি দফতরেই শোভনকে ঠায় বসে থাকতে দেখা গেল।
গত ৭ ডিসেম্বরও প্রায় সাত ঘণ্টা বসে ছিলেন রাজ্যের এই প্রাক্তনমন্ত্রী। শুধু তাই নয়, রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলা যতবারই আদালতে উঠেছে, এমনকি মামলার শুনানি চলাকালীনও আদালতে বৈশাখী-শোভনকে একসঙ্গে দেখা গিয়েছে।