সপ্তমীর সন্ধ্যায় জনজোয়ারে ভেসে গেল মহানগর। আর পাঁচটা পুজো মণ্ডপের মতো একই ছবি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় সুরুচি সঙ্ঘের। রাত যত গড়াচ্ছে ভিড় ততই বাড়ছে।
আজ সন্ধ্যায় সুরুচি সঙ্ঘের পুজো মণ্ডপ থেকে সরাসরি আমরা ছিলাম আপনাদের সঙ্গে। প্রতি বছরের মতো এ বছরও সুরুচি সঙ্ঘের পুজোতে রয়েছে অনন্য বৈশিষ্ট্য। গত শনিবার তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরুচি সঙ্ঘের পুজোর উদ্বোধনের পর থেকেই শুরু হয়েছিল ঠাকুর দেখার পালা। শুধু শহরের নয়, সুদুর গ্রাম বাংলা থেকেও কাতারে কাতারে মানুষ পুজো মণ্ডপমুখী।
দেখুন ভিডিও
আরও পড়ুন: ষষ্ঠীতে ‘ভিলেন’ সেলফিই
কাল অষ্টমী। অনেকেই জানালেন তাঁদের পরিকল্পনার কথা। পুজোর ক’টা দিন শুধুই মজা-আনন্দ করে কাটাতে চান সবাই। গরম বা বৃষ্টি যাই হোক না কেন, পুজোর মজা লুটেপুটে নেওয়ার জন্য একটি মিনিটও কেউ নষ্ট করতে চান না।