কলকাতায় বসে বিদেশে প্রতারণার ছক! ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে রাজারহাট থেকে ১০ জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই ভুয়ো কল সেন্টার থেকে জার্মানি, আমেরিকা, পর্তুগাল, চেক রিপাবলিকের বাসিন্দাদের ফোন করে টেকনিক্যাল সাপোর্টের কথা বলতেন অভিযুক্তরা। বেশ কিছু বড় সংস্থার নাম করে ফোন করতেন তাঁরা। এর পর প্রতারিতদের ‘লোকাল বিটকয়েন্স’ নামে একটি ওয়েবসাইট মারফত টাকা পাঠাতে বলা হত। এই ওয়েবসাইটের মাধ্যমে টাকা পাঠালেই প্রতারিতদের কম্পিউটারের ‘রিমোট অ্যাকসেস’ পেতেন অভিযুক্তরা।