গাড়ির ভুয়ো নম্বরপ্লেট তৈরি করে চলছিল প্রতারণা। কলকাতায় সেই চক্রের হদিস পেল পুলিশ। গ্রেফতার করল আট জনকে। বৃহস্পতিবার কসবা থানায় অভিযোগ করেছিলেন কলকাতা পুলিশের এক সার্জেন্ট। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কসবার একটি স্কুলের কাছে কর্তব্যরত অবস্থায় একটি স্কুটার আটক করেন শৌভিক বিশ্বাস নামে ওই সার্জেন্ট। সেই দু’চাকার নম্বর খতিয়ে দেখা যায়, সেটি ভুয়ো। ওই নম্বরের একটি যান রয়েছে অন্য এক জনেরও। রঞ্জন দত্ত নামে ওই ব্যক্তি গত ১০ অক্টোবর ইমেলের মাধ্যমে থানায় অভিযোগ করে জানিয়েছিলেন, তাঁর স্কুটার নিয়ে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। অথচ যে জায়গায় আইনভঙ্গ হয়েছে, সেখানে তিনি যাননি বলে জানান।
আরও পড়ুন:
এর পরেই তদন্তে নেমে ঢাকুরিয়া থেকে মঙ্গল নস্কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ক্রমে তাঁকে জেরা করে উঠে আসে একের পর এক নাম। মঙ্গল জানান, তাঁকে ভুয়ো নম্বরপ্লেট সরবরাহ করেন জহুরা বাজারের পরমেন্দ্র প্রসাদ কেশরী। তাঁদের জেরা করে ভুয়ো নম্বর প্লেট প্রস্তুতকারীর বিষয়ে জানতে পারে পুলিশ। গ্রেফতার করা হয় তিলজলার বিক্রম শ-কে। তাঁর দোকান থেকে বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্যের ভুয়ো নম্বরপ্লেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের জেরা করে মল্লিকবাজার থেকে আরও পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।