কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কৃষক ও শ্রমিক নীতির বিরুদ্ধে দেশ জুড়ে ধর্না-অবস্থান শুরু করেছে সংযুক্ত কিসান মোর্চা ও কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। কলকাতায় সেই অবস্থান কর্মসূচির প্রথম দিনে প্রস্তাব নেওয়া হল উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে। আন্দোলনকারীদের মতে, কেবল প্রযুক্তিগত ত্রুটির কারণেই নয়, কর্পোরেট স্বার্থবাহী ও পরিবেশ ধ্বংসকারী তথাকথিত উন্নয়ন নীতির ফলেই এমন বিপর্যয় ঘটেছে। প্রস্তাবে বলা হয়েছে, এই দুর্ঘটনায় দেখা গেল আটকে থাকা নির্মাণ শ্রমিকদের কর্মক্ষেত্রে কোনও নিরাপত্তা বিধির বালাই নেই, স্বাস্থ্যবিধি নেই, এমনকি, তাঁদের শ্রমিক স্বীকৃতিও নেই। এতে বোঝা যাচ্ছে, দেশের শ্রমজীবী মানুষকে কত নিরাপত্তাহীন অবস্থায় কাজ করতে হয়। শ্রমিক ও কৃষক নেতাদের বক্তব্য, সুড়ঙ্গ পথে শ্রমিকেরা যখন উদ্ধারের অপেক্ষায় বিপন্ন জীবন কাটাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদী সেই সময়ে বিমান মহড়ায় ছবি তুলছেন! আটক শ্রমিকদের দ্রুত উদ্ধারের দাবির পাশাপাশি প্রধানমন্ত্রীর ‘অমানবিক আচরণে’র প্রতিবাদ জানানো হয়েছে প্রস্তাবে। রানি রাসমণি অ্যাভিনিউয়ে অনাদি সাহু, অমল হালদার, কার্তিক পালদের এই অবস্থান চলবে সোমবারও। তার পরে মঙ্গলবার জমায়েত করে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)