Advertisement
E-Paper

মা উড়ালপুলে বাইক নিয়ে কারসাজি! সিসিটিভি ফুটেজ দেখে দুই যুবককে ধরল পুলিশ, দায়ের এফআইআর

কলকাতা ট্রাফিক পুলিশের বিশেষ তল্লাশি দলের নজরদারিতে ধরা পড়েন ওই দুই যুবক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই তাঁদের বাইক নিয়ে কারসাজি ধরা হয়। ট্রাফিক পুলিশের তরফে শেক্সপিয়র সরণি থানায় জানানো হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৫
FIR filed against two youths for allegedly doing stunts with bikes on Ma Ural bridge

মা উড়ালপুলে বাইক নিয়ে কারসাজি। — ফাইল চিত্র।

বাইক নিয়ে কারসাজি। তা-ও আবার মা উড়ালপুলের উপর! নজরে আসতেই পদক্ষেপ করল পুলিশ। দুই বাইক আরোহীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

কলকাতার ব্যস্ততম উড়ালপুলগুলির মধ্যে অন্যতম ‘মা’। তবে প্রায়শই এই উড়ালপুলের উপর দুর্ঘটনা ঘটে। কখনও উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বাইক, আবার কখনও গতির বলি হন বাইক আরোহীরা। দুর্ঘটনা এড়াতে নানা পদক্ষেপ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ ও লালবাজার। নজর রাখা হয় উড়ালপুলের উপর লাগানো সিসি ক্যামেরার উপর। উড়ালপুলের টাঙানো আছে সর্বোচ্চ গতির সীমাও। তবে অনেক আরোহীই সেই গতি মানেন না। তা বলে, উড়ালপুলের উপরই বাইক নিয়ে কারসাজি করবেন বাইক আরোহীরা? সিসিটিভি ফুটেজ দেখে দুই বাইক আরোহীকে ধরে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি বাইক। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ দেখে তিন জনকে শনাক্ত করেছে পুলিশ। তবে আপাতত দু’জনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মাজ়িদ খান এবং আব্দুল রেজা নামে দুই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দু’জনেই তিলজলার বাসিন্দা। কলকাতা ট্রাফিক পুলিশের বিশেষ তল্লাশি দলের নজরদারিতে ধরা পড়েন ওই দুই যুবক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই তাঁদের বাইক নিয়ে কারসাজি ধরা হয়। জানা গিয়েছে, তাঁদের মাথায় হেলমেটও ছিল না। ট্রাফিক পুলিশের তরফে শেক্সপিয়র সরণি থানায় জানানো হয়েছে। তারাই স্বতঃপ্রণোদিত ভাবে দুই বাইক আরোহীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তবে আদালত থেকে জামিন নিয়েছেন তাঁরা।

maa flyover Bike Rider
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy