Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৩
Fire

শিয়ালদহ স্টেশনের কাছে বহুতল বাজারে আগুন, বিস্ফোরণের শব্দ! দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে

স্থানীয় সূত্রের খবর, সাবেক জগৎ সিনেমার অদূরে সূর্য সেন স্ট্রিট লাগোয়া শিয়ালদহ এলাকার ওই ছ’তলা বাজারেই অতীতে আগুন লেগে বেশ কয়েক জন মানুষ মারা গিয়েছিলেন।

Image of Fire.

শিয়ালদহ স্টেশনের কাছে বিধ্বংসী আগুন। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ২১:৪২
Share: Save:

শিয়ালদহ স্টেশনের কাছে বহুতল বাজারে বিধ্বংসী আগুন। সূত্রের খবর, মঙ্গলবার রাত পৌনে ৯টা নাগাদ জগৎ সিনেমার অদূরে ওই বহুতল বাজারে আগুন লেগেছে।

স্থানীয় একটি সূত্র জানাচ্ছে, ছ’তলা বাড়িটির পাঁচতলায় আগুন লাগে। ওই তলায় একটি গেস্ট হাউস রয়েছে। বাজারে প্লাস্টিকের মতো দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা প্রয়োজন বলে দমকলের একটি সূত্র জানাচ্ছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাজেরের বেশ কয়েকটি দোকানে আগুন লেগেছে। বিস্ফোরণের শব্দও সোনা গিয়েছে, যা সম্ভবত গ্যাস সিলিন্ডারের বলে মনে করা হচ্ছে।

কী কারণে অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয় বলে দমকল সূত্রের খবর। স্থানীয় সূত্রের খবর, অতীতে সূর্য সেন স্ট্রিট লাগোয়া শিয়ালদহ এলাকার এই বাজারেই আগুন লেগে ২৫ জনের বেশি মানুষ মারা গিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE