কলকাতায় ফের অগ্নিকাণ্ড। আনন্দপুরের নোনাডাঙায় একটি মাতঙ্গিনী কলোনি নামের বস্তিতে বুধবার সন্ধ্যায় আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়েছে দমকলের সাতটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বস্তির একাধিক ঘর পুড়ে গিয়েছে বলে খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে গিয়েছেল কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।
দমকল সূত্রে খবর, বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ নোনাডাঙা থেকে অগ্নিকাণ্ডের খবর আসে। আগুনের অভিঘাত অনুযায়ী সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন বস্তিতে দ্রুত ছড়িয়ে পড়েছিল। দমকল পৌঁছোনোর আগেই অনেক বাড়ি জ্বলতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। আগুন নেবাতে হাত লাগিয়েছিলেন স্থানীয়েরাও। পরে দমকল কাজ শুরু করে। তবে প্রায় এক ঘণ্টা অতিক্রান্ত হলেও আগুন আয়ত্তে আনা যায়নি। বস্তিতে দাহ্য পদার্থ ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের দাবি, অনেক সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে। আগুনের গ্রাসে চলে গিয়েছে একের পর এক ঘর। কী থেকে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়। আপাতত আগুন নেবানোই দমকলের অগ্রাধিকার। প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে। দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে।