Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Kolkata News

বহুতলে আগুন, কসবায় আতঙ্ক, নেভাতে গিয়ে অসুস্থ তিন দমকল কর্মী

খবর পেয়েই দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু শোরুম বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারছিলেন না দমকল কর্মীরা। অবশেষে শোরুমের কাচ ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা।

আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। নিজস্ব চিত্র।

আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৮
Share: Save:

ফের শহরের এক বহুতলে আগুন লাগল। বুধবার সকালে কসবার রুবি মোড়ের ঘটনা।

এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে ওই বহুতলে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ তলা ওই বিল্ডিংয়ের দোতলা থেকে হঠাত্ই ধোঁয়া বেরোতে দেখা যায়। তাঁরাই দমকলে খবর দেন। বহুতলটিতে বেশ কয়েকটি শোরুম ও অফিস রয়েছে। ওই বিল্ডিংয়েরই দোতলায় রয়েছে বাইকের একটি শোরুম। সেখান থেকেই ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসন্দারা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে।

খবর পেয়েই দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু শোরুম বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারছিলেন না দমকল কর্মীরা। অবশেষে শোরুমের কাচ ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। এক দমকল কর্মী জানান, কাচের জানলা বন্ধ থাকায় আগুন বাইরে বেরোতে পারেনি। তবে শোরুমের অন্যান্য অংশে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। ঘরের ভিতরে কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। আগুন নেভাতে গিয়ে সেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন দমকলের তিন কর্মী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়়ুন: ‘নরেন্দ্র মোদী ও তাঁর দলের বোঝা উচিত, শুধু বন্দুক আর গো-রক্ষক দিয়ে দেশ চলে না’

দমকল সূত্রে খবর, বহুতলের ভেতরে যাঁরা ছিলেন, তাঁদের সকলকে নিরাপদে বার করে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে দমকলের এক আধিকারিক জানান। প্রাথমিক ভাবে দমকলের ধারণা, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দমকলের এক আধিকারিক। ক্ষয় ক্ষতির পরিমাণ কতটা তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়়ুন: ২৫ লাখের বিল, দুই তরুণীর প্রাণ বাঁচিয়ে অর্থাভাবে থমকে নিজেরই চিকিৎসা

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, “আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে দমকল। অসুস্থ তিন দমকল কর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা সুস্থ আছেন।” দমকল সূত্রে জানানো হয়েছে, সময় মতো ঘটনাস্থলে পৌঁছতে না পারলে বড়সড় বিপদ ঘটতে পারত। তবে আগুন এখন নিয়ন্ত্রণে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Fire Brigade Kolkata Kolkata Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE