সবে মাত্র দোকানপাট খুলতে শুরু করেছে, বাড়তে শুরু করেছে সকালের ব্যস্ততা। এমন সময় হঠাৎই কালো ধোঁয়ার কুণ্ডলীকে ঢেকে গেল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল। শনিবার সকাল ৬ টা নাগাদ এখানকার মিটার বক্সে আগুন লাগে।
আগুনের কারণে রোগী ও তাদের পরিজনের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে হাসপাতাল কর্মীদের তৎপরতায় দ্রুত তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। দ্রুত খবরও যায় দমকলে। দমকল সূত্রে খবর, পুরনো মিটার বক্সে শর্ট সার্কিট থেকেই এই আগুন।
অবশেষে দমকলের ছ’টি ইঞ্জিনের আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহতের খবর নেই। পাশাপাশি বড় কোনও ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সড়ক বাঁচাতে নামের ‘দাওয়াই’
‘রাজা’র বাড়ির বকেয়া কর ১৩ লক্ষ!
(কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)