শুক্রবার গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল পাতিপুকুর ২০টি ঝুপড়ি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের দু’জনের। মৃতরা হলেন মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়া অধিকারী (১৬) এবং তাঁর কাকা নিমাই অধিকারী। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, রাত ২টো ৪০ নাগাদ পাতিপুকুর রেলব্রিজের কাছে সুভাষ কলোনিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা এবং দমকলের চেষ্টায় ঘণ্টা চারেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে এলাকার ২০টি ঝুপড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ঝুপড়িরই আরও অনেকে। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল।
অন্য দিকে বিডন স্ট্রিটের ফকিরচাঁদ লেনের একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন। সাড়ে ৮টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কারখানার ভিতরে কেউ আটকে নেই বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এ দিন সকালেই সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসে আগুন লাগে। দমকলের ঘণ্টা খানেকের চেষ্টায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে দমকল।
আরও পড়ুন...
আবার ভয়াল আগুন হাওড়ায়