Advertisement
২৫ জুন ২০২৪
Fire at Kolkata

Fire at Nimtala: নিমতলা ঘাট স্ট্রিটে কাঠের গুদামের আগুন ছড়াল বস্তিতে, ঘটনাস্থলে দমকলের ১৮ ইঞ্জিন

গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ওই এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়।

আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা।

আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ০৯:৫৩
Share: Save:

নিমতলা ঘাট স্ট্রিটের একটি কাঠের গুদামে আগুন লাগল শুক্রবার সকালে। তার পরই সেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৮টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।

নিমতলা ঘাট স্ট্রিটের কাঠের গুদামে প্রথম আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। তা দেখে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলেও। কী কারণে সেখানে আগুন লাগল, তা এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত জানা যায়নি। ওই গুদামের কাছেই রয়েছে বস্তি। কাঠের গুদাম থেকে আগুন বস্তিতেও ছড়িয়ে পড়ছে। গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইতিমধ্যেই ওই এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়।

নিমতলা ঘাট স্ট্রিটের ওই এলাকা যথেষ্ট ঘিঞ্জি। তার উপর সেখানকার রাস্তা যথেষ্ট সরু। সেই রাস্তায় ঢুকতে অসুবিধায় হচ্ছে দমকলের। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। যত দ্রুত সম্ভব আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire at Kolkata Nimtala Fire Engine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE