মহালয়ার সকালে কলকাতায় শুটআউট। চারু মার্কেট এলাকায় একটি জিমে ঢুকে পর পর দু’রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। কারও আঘাত লাগেনি। তবে দুষ্কৃতীদের এখনও ধরাও যায়নি। অভিযোগ, জিমের মালিককে লক্ষ্য করে গুলি চালিয়েই তারা পালিয়ে যায়। তাদের সন্ধান শুরু হয়েছে।
দেশপ্রাণ শাসমল রোডের ধারে একেবারে রাস্তার উপরেই রয়েছে সেই জিম। একে রবিবার, তায় মহালয়া। ছুটির দিনে অনেকেই জিমে গিয়েছিলেন। অভিযোগ, বেলা ১১টার পর আচমকা রেনকোট এবং হেলমেট পরে দু’জন জিমে ঢুকে পড়ে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিমের মালিকের খোঁজ করছিল দুষ্কৃতীরা। তাঁর নাম ধরে ডাকা হচ্ছিল। দু’জনই এসেছিল বাইকে করে। রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে তারা জিমে ঢোকে। সামনে জিমের যে কর্মচারী ছিলেন, প্রথমে তাঁর কাছে মালিকের খোঁজ করা হয়। তিনি মালিককে ডেকে দেওয়ার চেষ্টা করেন। তখনই চলে গুলি। পর পর দু’বার গুলি চালিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। মালিককে লক্ষ্য করেই তারা গুলি চালায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। দু’টি গুলির খোল উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল চারু মার্কেট থানার পুলিশ। এক আধিকারিক জানান, যে ঘটনা ঘটেছে, তা কাম্য নয়। দুষ্কৃতীদের খোঁজ চলছে। তাদের কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই জিমের ভিতরে এবং বাইরের রাস্তায় যে সমস্ত সিসি ক্যামেরা ছিল, তার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সেখান থেকে দুষ্কৃতীদের সম্বন্ধে সূত্র মিলতে পারে। শীঘ্রই তারা ধরা পড়বে বলে পুলিশ আশাবাদী।