পুজোয় আবহাওয়া শুকনো থাকবে না, আগেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। শনিবারও শহর এবং শহরতলির বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল মুহুর্মুহু বজ্রপাত। এই পরিস্থিতি আরও কিছু দিন চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হবে চলতি সপ্তাহে। অন্তত চারটি জেলায় হতে পারে ভারী বর্ষণ।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তা চলবে বুধবার পর্যন্ত। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সোমবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এ ছাড়া বাঁকুড়াতেও ভারী বর্ষণ হতে পারে। সেখানে সতর্কতা রয়েছে শুধু মঙ্গলবার। বাকি দিনগুলোতে দক্ষিণের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গে বৃষ্টি আগের চেয়ে কমেছে। তবে এখনই আবহাওয়া শুকনো হচ্ছে না। রবিবার এবং সোমবার উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
উল্লেখ্য, আলিপুর থেকে আগেই জানানো হয়েছে, ষষ্ঠীর দু’দিন আগে অর্থাৎ চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ক্রমে তা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। ফলে দুর্গাপুজোতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টি বেশি হতে পারে পুজোর শেষ দিকে।