প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (পিএমএমওয়াই)-র অধীনে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পূর্ব যাদবপুরে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা কর্নাটক এবং বিহার থেকে এসেছেন। পূর্ব যাদবপুরের একটি আবাসনে তল্লাশি চালিয়ে শুক্রবার তাঁদের গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অমিত খান, রথীন সিডি, মহম্মদ নাজিমুদ্দিন সিদ্দিকি, বিশাল শিন্দে, মধুসূদন এইচআর। অমিত বিহারের বাসিন্দা। বাকি চার জন কর্নাটকের বাসিন্দা। তাঁরা পূর্ব যাদবপুরের এক আবাসনে থাকছিলেন। সেখান থেকে তাঁদের গ্রেফতার করার পাশাপাশি আটটি স্মার্টফোন এবং ছ’টি কিপ্যাড মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃতদের নিশানা ছিল মূলত ছোট ব্যবসায়ীরা। পুলিশ জানিয়েছে, ছোট ব্যবসায়ীদের কেন্দ্রীয় সরকারি যোজনায় ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করতেন। ৭ জানুয়ারি পূর্ব যাদবপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। তার তদন্তে নেমে পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় উদ্যোক্তারা ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। তবে শর্ত হল, সেই উদ্যোক্তাকে ‘তরুণ’ ক্যাটাগরিতে নেওয়া পূর্বতন ঋণ শোধ করে দিতে হবে।