Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কুয়াশায় ব্যাহত বিমান পরিষেবা

বিমানবন্দর সূত্রের খবর, এ দিন ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপটে ১৬টি উড়ান ছাড়তে দেরি হয়। কলকাতায় নামতে না পেরে সিঙ্গাপুর থেকে আসা একটি উড়ান নাগপুরে যায়।

কুয়াশায় ঢাকা পড়েছে ট্রেন। রবিবার, বারাসত স্টেশনে। ছবি: বিশ্বনাথ বণিক

কুয়াশায় ঢাকা পড়েছে ট্রেন। রবিবার, বারাসত স্টেশনে। ছবি: বিশ্বনাথ বণিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ০১:১০
Share: Save:

কুয়াশার কারণে ব্যাহত হল উড়ান পরিষেবা। গন্তব্যে পৌঁছতে না পেরে কলকাতা বিমানবন্দরে বিক্ষোভ দেখালেন যাত্রীরা।

বিমানবন্দর সূত্রের খবর, এ দিন ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপটে ১৬টি উড়ান ছাড়তে দেরি হয়। কলকাতায় নামতে না পেরে সিঙ্গাপুর থেকে আসা একটি উড়ান নাগপুরে যায়। পরে যাত্রী নিয়ে ফেরে সেটি। ওই বেসরকারি উড়ান সংস্থার ইনদওরের উড়ানও বাতিল হয়ে যায়।

কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, রবিবার সকাল ৬টায় দৃশ্যমানতা ছিল ১৫০০ মিটার। তার পরই দ্রুত কমতে থাকে দৃশ্যমানতা। সকাল সাড়ে ছ’টা নাগাদ ৯০০ এবং ৭টা নাগাদ তা ৫০ মিটারে নেমে যায়। এ শহরে ক্যাট-২ ল্যান্ডিং ব্যবস্থার সাহায্যে ৫০ মিটারেও বিমান নামাওঠা করতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রেই পাইলটদের সেই প্রশিক্ষণ না থাকায় আবহাওয়া ভাল হওয়ার অপেক্ষা করতে হয়।

শনিবার গভীর রাতে হায়দরাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার উড়ান কুয়াশার কারণেই অন্ডালে নামতে না পেরে কলকাতায় আসে। বিমানবন্দর সূত্রের খবর, ওই বিমানের ১৪৪ জন যাত্রীকে দীর্ঘক্ষণ টার্মিনালে বসিয়ে রাখা হয়। ন’টা নাগাদ উড়ান বাতিল ঘোষণা করা হয়। অভিযোগ, এই উড়ান এবং ইনদওরের উড়ানের যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে, দুর্গাপুরের যাত্রীদের সড়কপথে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে উড়ান সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Winter Fog Kolkata Weather
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE