ডাকাতির আগেই ধরা পড়ল চার ডাকাত। বুধবার, কালীঘাট থানার সামনে থেকে। তাদের কাছে ক্ষুর, দড়ি, লিউকোপ্লাস্ট ও নকশার কাগজ মিলেছে। পুলিশ জানায়, ওই চার জন কালীঘাট মন্দিরের সামনে জড়ো হয়। তাদের দেখে সন্দেহ হওয়ায় পুলিশে জানান স্থানীয়েরা। পুলিশ চার জনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, টালিগঞ্জের এক বাড়িতে ডাকাতির ছক কষেছিল তারা। অন্য দিকে, মঙ্গলবার বাগুইআটির একটি ফ্ল্যাটে গ্রিল ভেঙে টাকা, গয়না-সহ প্রায় তিন লক্ষ টাকার জিনিস চুরি যায়। ঘটনায় ফের প্রশ্নে এলাকার নিরাপত্তা।