সাইবার প্রতারণা মামলায় এ বার শহরের আদালতে হাজির হবেন এক জার্মান নাগরিক। তবে অভিযুক্ত হিসেবে নয়, অভিযোগকারী হিসেবে।
সিআইডি সূত্রের খবর, নিউটাউনে বসে একটি সংস্থা সাইবার জালিয়াতি করে জার্মানির নাগরিকদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়েছে। জার্মান সরকার মারফত সেই ঘটনার কথা জানতে পেরে কয়েক জনকে গ্রেফতার করে সিআইডি। সেই মামলার সূত্রেই অভিযোগকারী এক মহিলা জার্মানি থেকে কলকাতায় আসছেন। তাঁর সঙ্গে থাকবেন জার্মান সরকারের এক কৌঁসুলি। সোমবার ভবানী ভবনে এডিজি (সিআইডি) রাজেশ কুমারের সঙ্গে দেখা করবেন তাঁরা। দুপুরে বিধাননগর আদালতে হাজিরা দেবেন।
সিআইডি সূত্রের খবর, নিউ টাউন থেকে জার্মানি-সহ একাধিক দেশে ফোন করত অভিযুক্তেরা। একটি প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থার নাম করে পরিষেবা দেওয়ার কথা বলে বিদেশি মুদ্রা হাতিয়ে নিত। জার্মানি থেকে এই ধরনের অভিযোগ পেয়ে তদন্তে নামেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। জুন মাসে নিউটাউনের ওই অফিসে হানা দিয়ে মূল অভিযুক্ত রিচা পিপলবা-সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁরা আপাতত জেল হেফাজতে রয়েছেন।