পরিকাঠামো না-থাকা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন সরকারি চিকিৎসা ক্ষেত্রে পোস্টিং দেওয়া হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের। স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে এমন সাময়িক ভাবে নিয়োগ বা ‘ডিটেলমেন্ট’-এর অভিযোগ তুলে সরব হল সরকারি চিকিৎসকদের সংগঠন। ২০ জানুয়ারির ওই নির্দেশিকা বাতিল করে সংশ্লিষ্ট চিকিৎসকদের যথাযথ ক্ষেত্রে ব্যবহারের দাবি জানিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরে চিঠি দিয়েছে ‘অ্যাসোসিয়েশন অব হেল্থ সার্ভিস ডক্টর্স’।
সংগঠনের নেতৃত্ব জানাচ্ছেন, এক জন ত্বক রোগের চিকিৎসককে পাঠানো হয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। যেখানে অপারেশন থিয়েটারই নেই, সেখানে দেওয়া হয়েছে শল্য চিকিৎসককে। যে গ্রামীণ হাসপাতালে সিটি স্ক্যান বা আল্ট্রাসোনোগ্রাফির ব্যবস্থা নেই, সেখানে পাঠানো হয়েছে রেডিয়োলজিস্টকে। সংগঠনের দাবি, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারের ঘাটতি ঢাকতেই রাজ্যের এ হেন সিদ্ধান্ত।
সংগঠনের আরও দাবি, রাজ্যের এই সিদ্ধান্ত জনস্বাস্থ্যের দিক থেকেও মারাত্মক ক্ষতিকর। সম্প্রতি প্রান্তিক স্তরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মোবাইল মেডিক্যাল ইউনিট চালু করেছে রাজ্য সরকার। সংগঠনের দাবি, প্রকল্পটির উদ্দেশ্য মহৎ হলেও, তা বাস্তবায়নের পদ্ধতি ভুল। কারণ, এক জন বিশেষজ্ঞ চিকিৎসককে ওই মোবাইল ইউনিটে কাজ করালে আখেরে হাসপাতালের পরিষেবা মার খাবে। তামিলনাড়ু ও কেরলে কী ভাবে ওই প্রকল্প সফল ভাবে চলছে, তারও উদাহরণ চিঠিতে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে মোবাইল মেডিক্যাল ইউনিটের জন্য পৃথক চিকিৎসক ও কর্মী নিয়োগেরও দাবি তুলেছে সংগঠন।
‘অ্যাসোসিয়েশন অব হেল্থ সার্ভিস ডক্টর্স’-এর সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘একেবারে তুঘলকি আচরণ করছে সরকার। অবিলম্বে সংশোধন না করলে স্পেশ্যালিটি পরিষেবা ভেঙে পড়বে।’’ যদিও এ বিষয়ে কোনও স্বাস্থ্যকর্তাই মন্তব্য করতে রাজি হননি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)