অগ্নি-নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার দুপুরে পরীক্ষা হচ্ছিল জল সরবরাহ পদ্ধতি। আচমকা নব মহাকরণের সাত তলায় হাইড্র্যান্ট পাইপের ভাল্ভ খুলে যায়। মিনিট দশেক পরে তা বন্ধ করা হলেও ততক্ষণে ‘বি’ ব্লকের সাততলা থেকে একতলার একাধিক ঘর জলে ভেসে যায়। বছরখানেক আগের অগ্নিকাণ্ডের পরে নব মহাকরণে সর্বত্র অগ্নিনিরোধক ব্যবস্থা বসেছে। ভারপ্রাপ্ত বেসরকারি সংস্থার তরফে এ দিন অগ্নি-নিরাপত্তার প্রশিক্ষণ চলাকালীন বিপত্তি ঘটে। পাশেই ছিল ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের অফিস, যা বিভিন্ন সরকারি দফতরের ওয়েবসাইট নিয়ন্ত্রণ করে। এক কর্তার কথায়, ‘‘পাশেই ছিল সার্ভার রুম। জল ঢুকে শর্ট সার্কিট হতে পারত।’’ তবে পূর্ত দফতরের এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়ার অয়ন মিত্র বলেন, ‘‘দু-চার জায়গায় ছিটোফোঁটা জল লাগতে পারে। হইচই-এর কিছু নেই।’’