Advertisement
E-Paper

আর্জি খারিজ ইস্ট-ওয়েস্টে

দু’দিনে তিন ধাক্কা। বুধবার হাইকোর্টে পাড়ুই-কাণ্ড নিয়ে ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার তাপস পাল মামলার পরে ধাক্কা ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়েও। বিচারপতি নাদিরা পাথেরিয়া মেট্রোর পথ পরিবর্তন নিয়ে রাজ্যের আবেদন খারিজ করে জানিয়ে দিলেন, ইস্ট-ওয়েস্ট মেট্রো কোন পথ দিয়ে যাবে, তা ঠিক করার এক্তিয়ার রাজ্য সরকারের নেই। অবিলম্বে রেলের নকশা মেনেই কাজ চালু করার নির্দেশ দিয়েছে আদালত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০০:২১

দু’দিনে তিন ধাক্কা। বুধবার হাইকোর্টে পাড়ুই-কাণ্ড নিয়ে ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার তাপস পাল মামলার পরে ধাক্কা ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়েও। বিচারপতি নাদিরা পাথেরিয়া মেট্রোর পথ পরিবর্তন নিয়ে রাজ্যের আবেদন খারিজ করে জানিয়ে দিলেন, ইস্ট-ওয়েস্ট মেট্রো কোন পথ দিয়ে যাবে, তা ঠিক করার এক্তিয়ার রাজ্য সরকারের নেই। অবিলম্বে রেলের নকশা মেনেই কাজ চালু করার নির্দেশ দিয়েছে আদালত। রেলের নকশায় ঠিক ছিল, মেট্রোর লাইন শিয়ালদহ থেকে সেন্ট্রাল স্টেশন, ব্রেবোর্ন রোড হয়ে গঙ্গার তলা দিয়ে হাওড়া যাবে। কিন্তু রাজ্য সরকার চায়, এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা হয়ে হাওড়া যাক। রেলের বক্তব্য, কাজ চালুর পরে নকশা পরিবর্তন করতে গেলে খরচ ৩০ শতাংশ বাড়বে। কিন্তু রাজ্য অনড় থাকায় এই প্রকল্প কার্যত বিশ বাঁও জলে চলে যায়। পরে রেলের ঠিকাদার সংস্থা আদালতের দ্বারস্থ হয়। শুনানির শুরুতেই বিচারপতি পাথেরিয়া কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের আইনজীবীকে বলেন, কোন পথে মেট্রো যাবে, রাজ্য তা ঠিক করার কে? রাজ্য তো এখন ওই প্রকল্পের অংশীদারই নয়। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অশোক বন্দ্যোপাধ্যায় জানান, বিকল্প পথে মেট্রো এগোলে নাগরিকদেরই সুবিধা হবে। বিচারপতি বলেন, প্রকল্পই যদি না হয়, তা হলে সুবিধা হবে কী করে?

east-west metro online kolkata news kolkata news kolkata metro east west metro route railway board state government calcutta high court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy