Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কলকাতায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত এক, দক্ষিণবঙ্গে আরও আট

শুক্রবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে রাজ্যে মৃত্যু হল তিন জনের। এর মধ্যে কলকাতায় জমা জলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেলেন এক জন। অন্য দিকে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং উত্তর ২৪ পরগনার হাবরায় জলে ডুবে মৃত্যু হল দু’জনের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ১৪:০০
Share: Save:

শুক্রবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে রাজ্যে মৃত্যু হল তিন জনের। এর মধ্যে কলকাতার তিলজলায় জমা জলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল আসিফ ইকবাল নামে বছর পঁচিশের এক যুবকের। অন্য দিকে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং উত্তর ২৪ পরগনার হাবরায় জলে ডুবে মৃত্যু হল দু’জনের।

এ দিন সকালে ঘাটালের দাসপুরের জলে ডুবে মৃত্যু হয়েছে দুর্গা দাস (৫৬) নামে এক মহিলার। উত্তর ২৪ পরগনার হাবরায় জলে ডুবে মৃত্যু হয় এক কলেজছাত্রীর। পরিস্থিতি পর্যালোচনায় জেলার আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন মুখ্যসচিব। পশ্চিম মেদিনীপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার জেলায় যাচ্ছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কলকাতার পরিস্থিতি নিয়ে শনিবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মেয়র শেভন চট্টোপাধ্যায়। মেয়র জানান, রবিবার খোলা থাকবে নিকাশি এবং জল সরবরাহ দফতর। বাতিল করা হয়েছে ওই দফতরগুলির কর্মীদের ছুটিও।

ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে রূপান্তরিত হওয়া গোমেনের ধাক্কায় বেসামাল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে বেশির ভাগ নদীর জল। নিম্নচাপটি ধীরে ধীরে ওড়িশা-ঝাড়খণ্ডের দিকে গেলেও আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার বিকেলের পর কলকাতা বা লাগোয়া অঞ্চলে বৃষ্টি কমে আসলেও রাজ্যের পশ্চিমাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়বে। নিম্নচাপের অভিমুখ এখন ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে। ফলে আগামী ২৪ ঘণ্টায় দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় প্রবল বৃষ্টি হবে। একই সঙ্গে ওড়িশা ও ঝাড়খণ্ডে অতিভারী বৃষ্টির ফলে দামোদর, কংসাবতী-সহ বেশ কয়েকটি নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলিতে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সারা রাতের বৃষ্টিতে জল জমেছে কলকাতার বেশির ভাগ জায়গায়। এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার কোথায় কতটা জল জমেছে।

চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং ইডেন হসপিটাল রোডের মোড়

গোড়ালি জল

রবীন্দ্র সরণির উপরে পোদ্দার কোর্টের কাছে

গোড়ালি জল

লালবাজার স্ট্রিট

গোড়ালি জল

রাধাবাজার স্ট্রিট

গোড়ালির উপরে

কলুটোলা স্ট্রিট

গোড়ালি জল

কংগ্রেস এগ্‌জিবিশন রোড/আমির আলি অ্যাভিনিউ/নাসিরুদ্দি রোড ক্রসিং থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট

হাঁটু জল

পার্ক সার্কাস চার নম্বর ব্রিজ

গোড়ালি জল

হাঙ্গার ফোর্ড স্ট্রিট

হাঁটু জল

ক্যামাক স্ট্রিটের উপরে অ্যালবার্ট রোডের মোড় থেকে এজেসি বোস রোড পর্যন্ত

হাঁটুর উপরে

থিয়েটার রোডের উপরে ক্যামাক স্ট্রিটের মোড় থেকে লিটল রাসেল স্ট্রিট

হাঁটুর উপরে

জওহরলাল নেহরু রোডের উপরে চৌরঙ্গির মোড় থেকে সদর স্ট্রিট

হাঁটুর উপরে

আমহার্স্ট স্ট্রিট

হাঁটুর উপরে

কাঁকুড়গাছি আন্ডারপাস

হাঁটু জল

ঠনঠনিয়া কালীবাড়ি

হাঁটু জল

দমদম আন্ডারপাস/পাতিপুকুর আন্ডারপাস

হাঁটুর উপরে

রবীন্দ্র সরণির উপরে মহাত্মা গাঁধী রোড থেকে বিকে পালের মোড় পর্যন্ত

গোড়ালি জল

পার্ক সার্কাসের মোড় থেকে মিলন মেলা পর্যন্ত

গোড়ালি জল

প্রতাপাদিত্য রোড ও শ্যামাপ্রসাদ মুখার্জী রোডের মোড়

গোড়ালি জল

বেলভেডিয়া রোড (হেস্টিংস পার্ক থেকে আলিপুর রোড)

গোড়ালি জল

এজেসি বোস রোডে পুলিশ ট্রেনিং স্কুলের সামনে

গোড়ালি জল

আশুতোষ মুখার্জী রোডে যগুবাবুর বাজার থেকে এক্সাইড

গোড়ালি জল

এলগিন রোডে ফোরামের কাছে

গোড়ালি জল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE