নাবালক ছেলের সামনেই প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানা এলাকার ব্রহ্মপুরে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত মহিলার নাম অসীমা নস্কর (৩৭)। তিনি পরিচারিকার কাজ করেন। ১৬ বছরের ছেলে রয়েছে তাঁর। তদন্তে পুলিশ জেনেছে, স্বামী হরিপদ নস্করের সঙ্গে অশান্তির কারণে সপ্তাহখানেক ধরে ছেলেকে নিয়ে ব্রহ্মপুরে আলাদা ভাড়ার ঘরে থাকছিলেন অসীমা। এ দিন সকাল আটটা নাগাদ তিনি ছেলেকে বাড়িতে রেখে কাজে বেরিয়ে যান। পুলিশ জানিয়েছে, কাজে যাওয়ার সময়ে অসীমার পথ আটকায় হরিপদ। রাস্তাতেই তাঁদের মধ্যে তুমুল বচসা শুরু হয় বলে দাবি এলাকাবাসীর। অভিযোগ, বচসা চলাকালীন আচমকা হরিপদ ধারালো অস্ত্র দিয়ে অসীমার শরীরে এলোপাথাড়ি কোপ মারতে থাকে। মহিলার চিৎকার শুনে তাঁর ছেলে ছুটে এলে তার সামনে ফের অসীমাকে কোপায় হরিপদ। ঘাড়ে ও পিঠে গুরুতর আঘাত লাগে ওই মহিলার। তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে এলে চম্পট দেয় অভিযুক্ত।
স্থানীয় বাসিন্দারাই এর পরে বাঁশদ্রোণী থানায় খবর দেওয়ার পাশাপাশি অসীমাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানে ট্রমা কেয়ারে আপাতত চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসীমার শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে। এ দিনই তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।
দিনেদুপুরে এ ভাবে খুনের চেষ্টার ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাঁশদ্রোণী থানা। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান নথিভুক্ত করেছেন তদন্তকারীরা। পুলিশ জানায়, অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)