ঘূর্ণিঝড়ের দাপটে অসংখ্য গাছ নষ্ট হওয়ার পরে সবুজ বাঁচাতে কয়েক দফায় পর্যালোচনা হয়। তার ভিত্তিতে নতুন বাড়ি কিংবা আবাসনের ক্ষেত্রে ছাদে বাগান, আনাজ চাষ বাধ্যতামূলক করার প্রস্তাব নিল নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ। কিন্তু ছাদের বাগান বাধ্যতামূলক করতে গেলে নীতিগত পরিবর্তন করতে হবে। তাই নীতি পরিবর্তনের জন্য সংস্থার বোর্ড মিটিংয়ে নেওয়া প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠাতে চলেছে ওই সংস্থা।
এনকেডিএ সূত্রের খবর, রাজ্য সরকারের অনুমোদন মিললে নতুন বাড়ি বা বহুতলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী করা হবে। তবে পুরনো বাড়ি বা আবাসনের ক্ষেত্রে বিষয়টি বাধ্যতামূলক হবে না। সে ক্ষেত্রে তাদের উৎসাহ দিতে সম্পত্তিকরে ছাড় দেওয়ার চিন্তাভাবনাও করা হয়েছে। নতুন বাড়ির ক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া নিয়ে চিন্তাভাবনা করা হয়েছে।
আমপানে নিউ টাউনে কয়েকশো গাছ উপড়ে পড়েছে। তার মধ্যে কিছু গাছ বাঁচানো সম্ভব হলেও বেশির ভাগই নষ্ট হয়েছে। এনকেডিএ সূত্রের খবর, রাস্তার ধারে বা বুলেভার্ডের বদলে ফাঁকা জমিতে বড় গাছ লাগানোর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। বাকি জায়গায় ছোট বা মাঝারি গাছ লাগানো হবে। সবুজ বাঁচাতে আলোচনাসভাও করে এনকেডিএ। সেখানে বিশেষজ্ঞ থেকে বাসিন্দাদের একাংশের মত ছিল, বাড়ি বা বহুতলে রুফটপ গার্ডেনিং বা ছাদে বাগান করার বিষয়ে জোর দেওয়া হোক।