Advertisement
০৫ মে ২০২৪
Scholar

IISER: গোপন জবানবন্দি দিলেন শুভদীপের ঘনিষ্ঠ দুই বন্ধু

এ দিন হরিণঘাটা গ্রামীণ হাসপাতাল ‘ফিট সার্টিফিকেট’ দেওয়ার পরে শুভদীপের দুই বন্ধুকে কল্যাণী আদালতে নিয়ে যায় পুলিশ।

এসএফআই-এর বিক্ষোভ মিছিল। শুক্রবার, প্রেসিডেন্সিতে।

এসএফআই-এর বিক্ষোভ মিছিল। শুক্রবার, প্রেসিডেন্সিতে। নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ০৭:১৬
Share: Save:

আইসার কলকাতায় গবেষক শুভদীপ রায়ের অপমৃত্যুর মামলায় শুক্রবার কল্যাণী আদালতে গোপন জবানবন্দি দিলেন তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার তাঁদের আদালতে নিয়ে যাওয়া হলেও সময়াভাবে জবানবন্দি নেওয়া যায়নি। এ দিন পর্যন্ত কেউ গ্রেফতারও হয়নি। ওই ঘটনার প্রতিবাদে এ দিন কলকাতায় এসএফআই এবং হরিণঘাটায় টিএমসিপি বিক্ষোভ দেখায়।

এ দিন হরিণঘাটা গ্রামীণ হাসপাতাল ‘ফিট সার্টিফিকেট’ দেওয়ার পরে শুভদীপের দুই বন্ধুকে কল্যাণী আদালতে নিয়ে যায় পুলিশ। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রুদ্ধদ্বার কক্ষে তাঁদের গোপন জবানবন্দি নেন। ওই দু’জনের অন্যতম দেবজ্যোতি গুহ পরে বলেন, “তদন্ত নিয়ে আমরা এখনও পর্যন্ত সন্তুষ্ট।’’

এই তরুণ গবেষকের অপমৃত্যুর দ্রুত ও নিরপেক্ষ বিচার চেয়ে শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বরে এবং কলেজ স্ট্রিটে মিছিল করে এসএফআই। হরিণঘাটায় আইসার ক্যাম্পাসের বাইরে ঘণ্টা দেড়েক অবস্থান-বিক্ষোভ করে টিএমসিপি। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শৌভনিক মুখোপাধ্যায় বলেন, “তদন্তের প্রয়োজনে অভিযুক্ত এবং আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যাবতীয় তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Scholar PHD Death statement IISER
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE