Advertisement
E-Paper

শিয়রে ভোট, যানবাহন কমবে শহরে

কলকাতার বিভিন্ন গন্তব্যের মধ্যে চলাচল করে এমন ১৬০০ মিনিবাস নির্বাচনের কাজে লাগানোর জন্য ভাড়া নেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ০৩:২৫
অপেক্ষা: বাস-ট্যাক্সির পথ চেয়ে সাধারণ মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায়, ধর্মতলায়। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য

অপেক্ষা: বাস-ট্যাক্সির পথ চেয়ে সাধারণ মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায়, ধর্মতলায়। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য

রাজ্যে সপ্তম তথা শেষ দফায় আগামী রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ভোট। তার আগে আজ, শুক্রবার থেকেই রাস্তায় বাস এবং অ্যাপ-ক্যাবের সংখ্যা অনেকটাই কমে আসবে বলে খবর।

ভোটকর্মীদের বিভিন্ন নির্বাচন কেন্দ্রে পৌঁছে দেওয়া ছাড়াও কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচনের কাজে যুক্ত বিভিন্ন আধিকারিকদের যাতায়াতের জন্য বিপুল সংখ্যায় সরকারি-বেসরকারি বাস-মিনিবাস এবং বাণিজ্যিক গাড়ি ভাড়া নেওয়া হয়েছে। ভাড়া নেওয়া যানবাহনের মধ্যে কমবেশি আড়াই হাজার সরকারি-বেসরকারি বাস-মিনিবাস ছাড়াও প্রায় সাড়ে তিন হাজার বাণিজ্যিক গাড়ি রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বাণিজ্যিক গাড়ির বড় অংশই আবার অ্যাপ-ক্যাব। ফলে রাস্তায় বেরিয়ে সরকারি বাস পেতে গিয়ে জেরবার হওয়ার পাশাপাশি গাড়ির সংখ্যা কমে যাওয়ায় অ্যাপ-ক্যাবের ভাড়াও বেশি দিতে হতে পারে।

সপ্তম পর্বে উত্তর এবং দক্ষিণ কলকাতার দু’টি লোকসভা আসন ছাড়াও যাদবপুর, দমদম এবং বারাসতে নির্বাচন রয়েছে। ওই নির্বাচনের জন্য বিভিন্ন রুট থেকে আগেই বেসরকারি বাস এবং মিনিবাস তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। আজ, শুক্রবার ভাড়া নেওয়া বাসগুলিকে নির্দিষ্ট কেন্দ্রে দুপুরের মধ্যে 'রিপোর্ট' করতে বলা হয়েছে। ফলে সকালের দিকে কিছু বাস রাস্তায় থাকলেও দুপুরের পর থেকে ওই সংখ্যা অনেকটাই কমে আসবে।

রাজ্য পরিবহণ নিগম সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর যাতায়াতের জন্য মোট ৪৮৫টি বাস নেওয়া হয়েছে। উত্তর কলকাতার জন্য ৩২৭টি এবং দক্ষিণ কলকাতার জন্য

২৬০টি বেসরকারি বাস নেওয়া হয়েছে। এ ছাড়াও কলকাতার পার্শ্ববর্তী যাদবপুর, দমদম এবং বারাসত লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ভোটকর্মীদের নিয়ে যাওয়ার জন্য আলাদা বাস নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট্‌স-এর সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়।

এ ছাড়াও কলকাতার বিভিন্ন গন্তব্যের মধ্যে চলাচল করে এমন ১৬০০ মিনিবাস নির্বাচনের কাজে লাগানোর জন্য ভাড়া নেওয়া হয়েছে। ভোটকর্মীরা ছাড়াও পুলিশকর্মীরা ওই বাস ব্যবহার করবেন বলে খবর।

রাজ্য মিনিবাস কো-অর্ডিনেশন কমিটির-সহ সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, ‘‘শুক্রবার সকাল থেকেই বাসের সংখ্যা কমে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হতে আগামী সোমবার দুপুর গড়িয়ে যেতে পারে।’’ তিনি জানান, কলকাতার ১২০০ মিনিবাস ছাড়াও হাওড়া থেকে আরও ৪০০ মিনিবাস ভাড়া নেওয়া হয়েছে। ফলে কলকাতার লাগোয়া হাওড়াতেও ভোটের দিনে বাসের সংখ্যায় টান পড়তে পারে।

রাজ্য পরিবহণ নিগমের বাস কেন্দ্রীয় বাহিনীর যাতায়াতের কাজে ব্যবহৃত হওয়ায় আগামী রবিবার পর্যন্ত সরকারি বাসের সংখ্যা কমতে পারে। তবে বেসরকারি বাসের অভাবে পরিস্থিতি সামাল দিতে বাড়তি সরকারি বাস চালানো হতে পারে বলে খবর।

ভোটের কাজে ভাড়া নেওয়া কমবেশি সাড়ে তিন হাজার বাণিজ্যিক গাড়ির মধ্যে প্রায় আড়াই হাজার অ্যাপ-ক্যাব রয়েছে বলে খবর। অ্যাপ-ক্যাবের সংখ্যা সপ্তাহখানেক ধরে ধাপে ধাপে কমছে। ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব-অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভোটের জন্য অ্যাপ-ক্যাবের সংখ্যা কমেছে। রাস্তায় বাসের সংখ্যাও কম থাকবে। ফলে চাহিদার কারণে অ্যাপ-ক্যাবের ভাড়ার হার বাড়তে পারে।’’

Lok Sabha Election 2019 লোকসভা নির্বাচন ২০১৯ Kolkata Transport
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy