Advertisement
১০ মে ২০২৪

কালীঘাট সাজাতে প্রাথমিক খসড়া

মাসখানেক আগে নবান্নে এক বৈঠক ডেকে কালীঘাট মন্দির সংস্কার এবং লাগোয়া চত্বরের সৌন্দর্যায়নের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার পরেই কলকাতা পুরসভা এ ব্যাপারে প্রস্তুতি শুরু করে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ০৯:৩০
Share: Save:

কালীঘাট মন্দির, দুধপুকুর-সহ লাগোয়া চত্বরের সংস্কার কী ভাবে হবে তার খসড়া তৈরির কাজ শেষ। ৩১ অগস্টের মধ্যে তা পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি পুরো বিষয়টি দেখার পরে প্রকল্প রূপায়ণের কাজ শুরু হবে। এই নিয়ে সোমবার পুরসভায় এক বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন কালীঘাট এলাকার বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-সহ পুলিশ, পুরসভা এবং সিইএসসির অফিসারেরা।

মাসখানেক আগে নবান্নে এক বৈঠক ডেকে কালীঘাট মন্দির সংস্কার এবং লাগোয়া চত্বরের সৌন্দর্যায়নের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার পরেই কলকাতা পুরসভা এ ব্যাপারে প্রস্তুতি শুরু করে। ঠিক হয় মন্দির লাগোয়া দুধপুকুর, মন্দিরের প্রবেশ পথ, ফুল ও ফল বিক্রেতাদের দোকান— সবই সুন্দর ভাবে সাজানো হবে। এর জন্য কয়েক জনকে সরিয়ে অন্যত্র বসানোর কথাও হয়। পুরসভা সূত্রের খবর, কী ভাবে সংস্কারের কাজ হবে তা নিয়ে একটি সিডি বানানো হয়েছে। আপাতত ঠিক হয়েছে তিনটি ব্লকে কাজটি করা হবে। প্রথম দফায় মন্দির এবং দুধপুকুরের সংস্কার। পরে মন্দিরে ঢোকার জন্য পাঁচটি প্রবেশদ্বারের সংস্কার করা হবে। এ ছাড়া ফল ও ফুলের ডালি সাজিয়ে যাঁরা রয়েছেন তাঁদেরকেও পুনর্বাসন দেওয়া হবে। এর জন্য পুরসভার যে সব স্থাবর সম্পত্তি রয়েছে তা ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে কালীঘাট উন্নয়ন সমিতি করে ওই প্রকল্প রূপায়ণ করা যায় কি না তা নিয়েও আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE