Advertisement
১৬ অক্টোবর ২০২৪

আহত অটোচালকের অবস্থা স্থিতিশীল

শনিবার রাতে দুর্ঘটনাগ্রস্ত অটোর চালক তাপস গঙ্গোপাধ্যায়ের অবস্থা আপাতত স্থিতিশীল।

আহত অটোচালক তাপস গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র।

আহত অটোচালক তাপস গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ০০:৩৮
Share: Save:

শনিবার রাতে দুর্ঘটনাগ্রস্ত অটোর চালক তাপস গঙ্গোপাধ্যায়ের অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তাঁর বাঁ পায়ের হাড় ‌ভেঙেছে, চোট রয়েছে কোমরেও। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

ওই দিন স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে গড়িয়া থেকে গোলপার্ক যাওয়ার জন্য বেরিয়েছিলেন তাপসবাবু। যাদবপুর ট্র্যাফিক গার্ডের কাছে সিগন্যাল লাল থাকায় একটি বাসের পিছনে দাঁড়িয়েছিলেন তিনি। আচমকা একটি ট্যাক্সি বেপরোয়া গতিতে এসে অটোতে ধাক্কা মারে। তার জেরে সেটি ধাক্কা মারে সামনের বাসে। অটোর সামনের অংশ দুমড়ে যায়। তাতেই আটকে যায় তাপসবাবুর পা। পরে পুলিশ ও দমকল গিয়ে অটোর রড কেটে তাপসবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অন্য বিষয়গুলি:

Accident Injury Auto Driver
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE