Advertisement
১৮ মে ২০২৪

ছাত্রের পড়ে যাওয়া নিয়ে হবে তদন্ত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের ছাদ থেকে এক ছাত্রের পড়ে যাওয়ার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন কর্তৃপক্ষ। ওই ছাত্রের বাবা বুধবার কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে এই দাবি জানান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০১:৩৫
Share: Save:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের ছাদ থেকে এক ছাত্রের পড়ে যাওয়ার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন কর্তৃপক্ষ। ওই ছাত্রের বাবা বুধবার কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে এই দাবি জানান।

গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের ছাদের ট্যাঙ্ক থেকে পড়ে যান ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শোভনদেব পাল। বাঁকুড়ার বাসিন্দা শোভনদেব ছাত্রাবাসেই থাকতেন। চারতলারও বেশি উপর থেকে পড়ে যাওয়ায় মাথায় আঘাত পান তিনি। আপাতত শোভনদেব ভর্তি মধ্য কলকাতার একটি নার্সিংহোমে। নার্সিংহোম সূত্রের খবর, আঘাতের কারণে তিনি এখনও কথা বলতে পারছেন না।

শোভনদেবের বাবা কার্তিকচন্দ্র পাল এ দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদীপকুমার ঘোষের কাছে লিখিত ভাবে এই ঘটনার তদন্ত দাবি করেন। শোভনদেবের দাদা সুমনকল্যাণ বলেন, ‘‘সুস্থ সবল ছেলেটা কী ভাবে পড়ে গেল? আমরা চাই বিষয়টির তদন্ত হোক।’’ উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, ডিন অব স্টুডেন্টস রজত রায়কে ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘প্রাথমিক তদন্ত করে বৃহস্পতিবারের মধ্যে ডিন অব স্টুডেন্টসকে রিপোর্ট দিতে বলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

investigation unnatural death Jadavpur hostel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE