Advertisement
১৬ মে ২০২৪

ভোট হল না, ছাত্র সংসদের মেয়াদ বাড়ল যাদবপুরে

শেষ পর্যন্ত বর্তমান ছাত্র সংসদের মেয়াদ বাড়িয়েই সঙ্কট ঠেকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র সংসদের মেয়াদ শেষ হয়েছে ৩১ জানুয়ারি। এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ছাত্র সংসদের নির্বাচন করতে চেয়ে রাজ্য শিক্ষা দফতরের কাছে চিঠি পাঠিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩১
Share: Save:

শেষ পর্যন্ত বর্তমান ছাত্র সংসদের মেয়াদ বাড়িয়েই সঙ্কট ঠেকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র সংসদের মেয়াদ শেষ হয়েছে ৩১ জানুয়ারি। এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ছাত্র সংসদের নির্বাচন করতে চেয়ে রাজ্য শিক্ষা দফতরের কাছে চিঠি পাঠিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজ্য সরকার তাতে সম্মতি না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল। উপাচার্যকে ৫০ ঘণ্টারও বেশি ঘেরাও হয়ে থাকতে হয়েছিল। রাজ্যপাল তথা আচার্য বিষয়টিতে হস্তক্ষেপ করেন। তিনি কথা বলেন আন্দোলনকারী ছাত্র এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে।

ঘেরাও আন্দোলন থেকে সরে এলেও পড়ুয়ারা কিন্তু ৩১ জানুয়ারির মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের দাবি থেকে সরে আসেননি। ছাত্রছাত্রীদের মধ্যে গণভোট নেন আন্দোলনকারীরা। দেখা যায় ৯০ শতাংশেরও বেশি ছাত্রছাত্রী নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে রায় দিয়েছেন। রাজ্য সরকার অবশ্য নিজেদের সিদ্ধান্ত থেকে সরেনি। নিয়মানুযায়ী ৩১ জানুয়ারি পুরনো ছাত্র সংসদ ভেঙে দেওয়ার কথা ছিল। এমন অবস্থায় কী করা হবে তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভ্রান্তিতে পড়েছিলেন। এমতাবস্থায় রাজ্যপাল তথা আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর কাছ থেকে এল সমাধান সূত্র।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের পুরনো ছাত্র সংসদই ৩১ জানুয়ারির পরে কাজ চালাক বলে পরামর্শ দিয়েছেন আচার্য। সোমবার ছাত্রদের সঙ্গে বৈঠকে বসে আচার্যের পরামর্শের কথা ছাত্র প্রতিনিধিদের জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সূত্রটি বলেন, নির্দিষ্ট সময়ে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল সেই বিষয়টি বিশদে আচার্যকে জানানো হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ছাত্র সংসদের মেয়াদ বৃদ্ধি করার পরামর্শ দিয়েছেন আচার্য। সেইমতো ছাত্র সংসদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত কি আন্দোলনকারী পড়ুয়াদের দাবির পরিপন্থী নয়?

ছাত্র সংগঠন ফেটসু-র সাধারণ সম্পাদক স্বর্ণেন্দু বর্মন বলেন, ‘‘কর্তৃপক্ষ জানিয়েছেন পরবর্তী ছাত্র ভোট না হওয়া পর্যন্ত সংসদের মেয়াদ বৃদ্ধি করা হল। অর্থাৎ এখনই যে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না তা পরিষ্কার।’’ স্বর্ণেন্দুর মন্তব্য, ‘‘আমরা শীঘ্রই বৈঠক ডেকেছি। সেখানে সর্বসম্মত ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেটাই করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jadavpur university student union
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE