E-Paper

এক বারে করার দাবি উচ্চ প্রাথমিকের তৃতীয় কাউন্সেলিং

অনুপস্থিত থেকেছেন এবং কাউন্সেলিংয়ে এসেও সুপারিশপত্র প্রত্যাখ্যান করেছেন— এমন প্রার্থী রয়েছেন মোট ৬২৪ জন। সুপারিশপত্র নিয়েছেন ১৯৭১ জন প্রার্থী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৪১
২৬১২ জনের কাউন্সেলিং তৃতীয় দফায় এক বারে নিয়ে নেওয়ার দাবি।

২৬১২ জনের কাউন্সেলিং তৃতীয় দফায় এক বারে নিয়ে নেওয়ার দাবি। —ফাইল চিত্র।

শেষ হল উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার কাউন্সেলিং। এই দফায় অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের কাউন্সেলিং করে তাঁদের সুপারিশপত্র দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সূত্রের খবর, পাঁচ দিন ধরে মোট ২৫৯৫ জন প্রার্থীর কাউন্সেলিং হওয়ার কথা ছিল। তবে, তার মধ্যে অনুপস্থিত থেকেছেন এবং কাউন্সেলিংয়ে এসেও সুপারিশপত্র প্রত্যাখ্যান করেছেন— এমন প্রার্থী রয়েছেন মোট ৬২৪ জন। সুপারিশপত্র নিয়েছেন ১৯৭১ জন প্রার্থী।

উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, প্রথম দফায় কাউন্সেলিং হয়েছিল ৮৭৪৯ জনের। তাঁদের মধ্যে সুপারিশপত্র নিয়েছিলেন ৬৬৮০ জন। দ্বিতীয় দফায় সুপারিশপত্র নিলেন ১৯৭১ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৮৬৫১ জন প্রার্থীর সুপারিশপত্র নেওয়া সম্পন্ন হয়েছে। তবে মেধা তালিকা অনুযায়ী, এখনও কাউন্সেলিং বাকি আছে ২৬১২ জনের।

‘পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ’-এর সভাপতি সুশান্ত ঘোষ বলেন, ‘‘২৬১২ জনের কাউন্সেলিং তৃতীয় দফায় এক বারে নিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি আমরা। স্কুল সার্ভিস কমিশনের কাছে আমাদের আরও আবেদন, তৃতীয় দফার কাউন্সেলিং জানুয়ারির প্রথম দিকেই করা হোক।’’ সুশান্তের কথায়, দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে অনুপস্থিত এবং সুপারিশপত্র প্রত্যাখ্যান করেছেন, এমন প্রার্থী রয়েছেন মোট ৬২৪ জন। এক জন প্রার্থী অনুপস্থিত থাকলে সেখান থেকে একাধিক শূন্য পদ তৈরির সম্ভাবনা থাকে। তাই মেধা তালিকায় অপেক্ষমাণ বাকি সকলের কাউন্সেলিং হওয়া সম্ভব। তা ছাড়া, আদালতও বলেছে, উচ্চ প্রাথমিকে মেধা তালিকায় থাকা সমস্ত চাকরিপ্রার্থীর নিয়োগ নিশ্চিত করতে হবে।

তবে, চাকরিপ্রার্থীরা জানুয়ারির প্রথমে তৃতীয় দফার কাউন্সেলিংয়ের দাবি জানালেও শিক্ষা দফতর এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। দফতরের এক কর্তা জানান, সামগ্রিক পরিসংখ্যান খতিয়ে দেখে এসএসসি তৃতীয় কাউন্সেলিংয়ের প্রস্তুতি নিচ্ছে। 

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Upper Primary Councelling

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy