শূন্য পদের সংখ্যা আপডেট করে নিয়োগের দাবিতে ফের পথে নামলেন উচ্চ প্রাথমিকের বঞ্চিত চাকরিপ্রার্থীরা। বুধবার তাঁরা শিয়ালদহ থেকে মিছিল করে মৌলালি হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যান। সেখানে তাঁদের পুলিশ আটকে দেয়। চাকরিপ্রার্থীরা জানান, তাঁরা এ দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। তবে মিছিল নবান্ন পর্যন্ত না গেলেও তাঁদের কয়েক জন প্রতিনিধি নবান্নে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন। এ দিন মিছিল শিয়ালদহ থেকে ডোরিনা ক্রসিংয়ে আসার পরে কিছু চাকরিপ্রার্থী হামাগুড়ি দিয়ে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যান।
এক চাকরিপ্রার্থী আজহার শেখ বলেন, ‘‘২০১৬ সালের কলকাতা গেজেটে বলা হয়েছে, ইন্টারভিউয়ের ১৫ দিনআগে সব সময়ে শূন্য পদের সিট আপডেট করে নিয়োগ করতে হবে। কিন্তু কলকাতা গেজেটের ওই নিয়ম উচ্চ প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ায় মানা হয়নি। ২০১৬ সালে যখন উচ্চ প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেখানে বলাহয়েছিল শূন্য পদের সংখ্যা ১৪,৩৩৯। ২০১৬ থেকে শুরু করে ২০২৬ সাল— এই দশ বছরে শূন্য পদ বাড়ল না কেন? ১০ বছরে শূন্যপদ আপডেট না করে নিয়োগ হচ্ছে বলে আমাদের নিয়োগ হল না। আমাদের দাবি, শূন্য পদ আপডেট করে উচ্চ প্রাথমিকে নিয়োগ করতে হবে।’’
এ দিনের মিছিলে বার বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি ওঠে। চাকরিপ্রার্থীরা জানান, এখন যাঁরা নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছেন, তাঁদের অনেকে ২০১৯ সালের উচ্চ প্রাথমিকের প্রথম দফায় ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন। কিন্তু সেই প্যানেল বাতিলহয়ে যায়। এর পরে যে নতুন নিয়োগ শুরু হয়, সেখানে অনেকেই ডাক পাননি। এক চাকরিপ্রার্থী স্বদেশ গোস্বামী বলেন, ‘‘দুর্নীতির জন্য আগের প্যানেলবাতিল হল। তার জেরে অনেকে আর ইন্টারভিউয়ে ডাক পেলেননা। কেন আমাদের রাস্তায় থাকতে হবে?’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)