Advertisement
E-Paper

ধাপার উপর বাড়তি চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গড়তে উদ্যোগী কলকাতা পুরসভা, জমি ও অর্থ সংস্থানের আয়োজন

চলতি বছরের ফেব্রুয়ারিতেই ধাপার অবনতিশীল অবস্থার বিষয়ে নবান্নে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিল কলকাতা পুরসভা। অভিযোগ, ১৯৮৭ সালে চালু হওয়া এই ডাম্পিং গ্রাউন্ডের প্রকৃত ধারণক্ষমতা প্রতিদিন প্রায় আড়াই হাজার টন বর্জ্য। অথচ বর্তমানে সেখানে জমা হচ্ছে প্রায় পাঁচ হাজার টন বর্জ্য।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৪
KMC releasing funds for new landfill project, alternative initiative to cope with increased pressure on landfills

ধাপা ডাম্পিং গ্রাউন্ড। —ফাইল চিত্র।

শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্রমশই বড় চাপের মুখে পড়ছে কলকাতা। প্রতি দিন বেড়ে চলা বর্জ্যের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ধাপা ডাম্পিং গ্রাউন্ড। এমন পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে অবশেষে উদ্যোগী হল কলকাতা পুরসভা। ধাপার সঙ্গেই লাগোয়া ৭৩ হেক্টর জমি অধিগ্রহণ করে সেখানে একটি আধুনিক ‘ল্যান্ডফিল’ গড়ে তোলা হবে। সেই জমির জন্য প্রায় ১০,০০০ কৃষককে ক্ষতিপূরণ দিতে শীঘ্রই তহবিল গড়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

চলতি বছরের ফেব্রুয়ারিতেই ধাপার অবনতিশীল অবস্থার বিষয়ে নবান্নে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিল কলকাতা পুরসভা। অভিযোগ, ১৯৮৭ সালে চালু হওয়া এই ডাম্পিং গ্রাউন্ডের প্রকৃত ধারণক্ষমতা প্রতিদিন প্রায় আড়াই হাজার টন বর্জ্য। অথচ বর্তমানে সেখানে জমা হচ্ছে প্রায় পাঁচ হাজার টন বর্জ্য। পরিস্থিতি আরও জটিল হচ্ছে, কারণ, হাওড়ার বর্জ্যও ধাপাতেই ফেলা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং বিভাগের একাংশের আশঙ্কা, এ ভাবে চলতে থাকলে ধাপায় এক বড়সড় বিপর্যয় ঘটতে পারে। তাই এখনই বিকল্প ল্যান্ডফিলের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন পুরসভার বিশেষজ্ঞেরা। এ জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই ৫৫ কোটি টাকা মঞ্জুর করেছে। যদিও পুরো অর্থ একসঙ্গে ছাড়া হবে না, ধাপে ধাপে জমি ক্রয়ের কাজ এগিয়ে নিতে তহবিল ছাড়বেন শহর কর্তৃপক্ষ। জমি অধিগ্রহণ সম্পন্ন হলে সেখানে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘ল্যান্ডফিল সাইট’ তৈরি করা হবে, যা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী পুরসভার শীর্ষকর্তারা।

পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, নতুন ল্যান্ডফিল তৈরির পাশাপাশি ধাপার চাপ কমাতে আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন এবং বর্জ্য পৃথকীকরণের উপরও জোর দেওয়া হবে। নাগরিকদের সহযোগিতায় যদি প্রাথমিক পর্যায়ে বর্জ্য আলাদা করে সংগ্রহ করা যায়, তবে ধাপার চাপ অনেকটাই কমানো সম্ভব হবে। পরিস্থিতি কতটা গুরুতর, তা নিয়ে শহরের বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। পরিবেশবিদেরা বলছেন, ধাপার ডাম্পিং গ্রাউন্ড নিয়ে যত দেরি হবে, ততই শহরবাসীর ঝুঁকি বাড়বে। সেই ঝুঁকি মোকাবিলায় নতুন ‘ল্যান্ডফিল’ প্রকল্প কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সে দিকেই তাকিয়ে কলকাতা। পুরসভার এক আধিকারিক বলেছেন, ‘‘ধাপার উপর চাপ অনেক দিন ধরেই বাড়ছিল। আমরা চাইছিলাম শহরের আরও একটি নতুন ‘ল্যান্ডফিল’ তৈরি করতে। কিন্তু এই নতুন ব্যবস্থার জন্য অর্থ এবং জমি দুই-ই প্রয়োজন ছিল।’’

KMC Dumping Ground
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy