তিনশো বর্গফুট জায়গাতেই তেতলা বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের শেষে মেয়র ফিরহাদ হাকিম জানান, বেআইনি নির্মাণ ঠেকাতে এ বার ছোট জায়গাতেও নাগরিকেরা পুরসভার থেকে অনুমতি নিয়ে বাড়ি তৈরি করতে পারবেন।
এ দিন মেয়র জানান, ৩০০ থেকে ৪৫০ বর্গফুট এলাকার মধ্যে তেতলা বাড়ি তৈরি করা যাবে। এ ক্ষেত্রে এলবিএস (লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ার)-এর মাধ্যমে কলকাতা পুরসভার ওয়েবসাইটে অনলাইনে বাড়ি তৈরির আবেদন করা যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে আবেদন করার ১৫ দিনের মধ্যে পুরসভা অনুমোদন দিয়ে দেবে। মেয়র জানান, কলোনি, বস্তি এলাকায় অনেকে পুর অনুমোদন ছাড়াই বাড়ি তৈরি করেছেন। তিন কাঠা জায়গার উপরে এমন বাড়ি তৈরির জন্য তাঁদের এত দিন অনুমোদনের ফি বাবদ তিন লক্ষ ২৭ হাজার টাকা দিতে হত। সেই ফি-ও কমিয়ে ৪২ হাজার টাকা করল পুরসভা।
মেয়র জানান, শহরের প্রতিটি নির্মীয়মাণ বাড়ির সামনে ১৮ বর্গফুট জায়গা জুড়ে ডিসপ্লে বোর্ড টাঙাতে হবে নির্মাণকারী সংস্থাকে। সেই বোর্ডে নির্মীয়মাণ বাড়ির বিস্তারিত তথ্য লেখা থাকবে। মেয়র আরও জানান, কত তলা বাড়ি, এলবিএস-এর নাম এবং পুরসভা থেকে অনুমোদনের তথ্য ওই ডিসপ্লে বোর্ডে লেখা থাকবে। ডিসপ্লে বোর্ড না থাকলে সেই নির্মাণ বেআইনি বলে গণ্য হবে। পাশাপাশি, বড় প্রকল্প এলাকায় (২০ হাজার বর্গফুটের বেশি) দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত শংসাপত্র ডিসপ্লে বোর্ডে রাখতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)