মেছুয়া অগ্নিকাণ্ডের পর ফের বিরোধী কাউন্সিলরদের নিশানায় তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। সোমবার রাতে মেছুয়ার ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনের মৃত্যুর পর হোটেলটির বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। গত বছর মার্চ মাসে গার্ডেনরিচে একটি বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়। সেই ঘটনা মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এলাকায় ঘটে যাওয়ায় বেজায় চাপে পড়েছিল পুরসভা। সেই ঘটনার জেরে তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করার পাশাপাশি, একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করা হয়েছিল, সেই সঙ্গে তৈরি করা হয়েছ একটি অ্যাপ। এই দুটি বিষয়ই বেআইনি নির্মাণ রুখবে বলেই দাবি করেছিল পুরসভা প্রশাসন। কিন্তু মেছুয়ার ঘটনা প্রকাশ্যে আসায়, বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্ট কাউন্সিলরদের রোষানলে পড়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড।
গার্ডেনরিচের ঘটনার পর এসওপি জারি করে একটি অ্যাপ তৈরি করে বলা হয়েছিল, এ বার থেকে পুরসভার ইঞ্জিনিয়ারেরা প্রতি সপ্তাহে এলাকায় এলাকায় ঘুরে বেআইনি নির্মাণ খুঁজে করে সেই তথ্য অ্যাপে আপলোড করে দেবেন। সেই তথ্য যথা জায়গায় পৌঁছোলে নতুন জারি হওয়া এসওপি মারফত ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা। ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, ‘‘সিপিএম জমানায় কোনও বড় ঘটনা ঘটলেই তা ধামাচাপা দিতে বিচারবিভাগীয় তদন্ত করা হত। সেই জায়গায় তৃণমূল জমানায় ধামাচাপার কৌশল হিসাবে এসআইটি সিট গঠন করা হয়।’’ তিনি আরও বলেন, ‘‘গার্ডেনরিচের ঘটনার পর মেয়রের মুখ বাঁচাতে এসওপি গঠন করে অ্যাপ চালু করা হয়েছিল। কিন্তু সেই এসওপি এবং অ্যাপ উভয়ই কোনও কাজ করে না। আসলে কোনও ঘটনা ঘটলে চটজলদি কিছু একটা করে তা ধামাচাপা দেওয়াই চেষ্টা হয়। এ ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। মেছুয়ার ঘটনায় স্বয়ং মুখ্যমন্ত্রী ধামাচাপা দিতে নেমেছেন, তাই মেয়র আর কি বা করবেন।’’ আর সিপিএম কাউন্সিলর নন্দিতা রায় বলেন, ‘‘কলকাতা পুরসভা যদি কোনও সিদ্ধান্ত নেয়, তা কার্যকর করার দায়িত্বও তাদেরই। কিন্তু বেআইনি নির্মাণ রুখতে যে সব পদক্ষেপ করা হয়েছিল, তা কেন কার্যকর হল না, তার জবাব কর্তৃপক্ষেরই দেওয়া উচিত।’’
আরও পড়ুন:
-
আমাকে ভোট না-দিতে চাইলে না-দিন, কিন্তু নিজেদের জীবন বাঁচাতে শিখুন! বড়বাজারে গিয়ে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
-
আবার অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়, ভর্তি বেলঘরিয়ার হাসপাতালে, বসানো হল পেসমেকার
-
হোটেলের দোতলায় রান্নার ব্যবস্থা থাকার ফলেই বিপত্তি! আগুনের উৎস খুঁজতে গিয়ে কী সূত্র পেলেন তদন্তকারীরা
-
বড়বাজারের অগ্নিকাণ্ডে হোটেলের মালিক এবং ম্যানেজার গ্রেফতার, মৃত ১৪ জনের মধ্যে পরিচয় মিলল ১২ জনের
বিরোধী কাউন্সিলরেরা এমন দাবি করলেও কলকাতা পুরসভার এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘মেছুয়ার ঘটনায় আমরা আমাদের মতো করে তদন্ত করছি। কিন্তু এমন পরিস্থিতিতে বিরোধী কাউন্সিলরেরা যা বলছেন, তা সঠিক নয়। কারণ এসওপি মেনেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর অ্যাপ মারফত আমরা কী কী ব্যবস্থা নিচ্ছি, তা কলকাতা পুরসভার পোর্টেল নজর রাখলেই দেখা যাবে।’’