কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো বেআইনি বাড়ি ফাঁকা করার নোটিস দিতে গিয়ে স্থানীয়দের হাতে হেনস্থার শিকার হলেন কলকাতা পুরসভার বিল্ডিং দফতরের এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অভিযোগ, বন্দর এলাকার নাদিয়াল থানার সাতঘরা রোডে একটি বেআইনি বহুতল হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও দীর্ঘদিন ধরে ভাঙা হচ্ছে না। সূত্রের খবর, আগেও ওই ঠিকানায় বাড়ি খালি করতে বাসিন্দাদের নোটিস দিতে গেলে তাঁরা কর্ণপাত করেননি।
বুধবার নাদিয়াল থানার পুলিশ বাহিনী নিয়ে পুর বিল্ডিং দফতরের তিন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে বাড়িটি খালি করার নোটিস টাঙাতে যান। দফতরের এক আধিকারিকের অভিযোগ, ‘‘নোটিস টাঙাতে গেলে প্রায় আড়াইশো জন বাসিন্দা জড়ো হন। তাঁরা পুলিশের সামনেই পুর ইঞ্জিনিয়ারদের কটূক্তি করেন। ইঞ্জিনিয়ারেরা প্রতিবাদ
করলে এক জনকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়। পুলিশ কঠোর ব্যবস্থা নিলে এই হেনস্থা হত না।’’ যদিও নাদিয়াল থানার দাবি, ইঞ্জিনিয়ারদের হেনস্থা হতে দেখে পুলিশ রুখে দাঁড়িয়েছিল।
এর জেরে কলকাতা পুরসভা নাদিয়াল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশের সামনেই পুর ইঞ্জিনিয়ার নিগৃহীত হলেও এখনও কাউকে কেন গ্রেফতার করা গেল না, প্রশ্ন উঠছে। পুলিশের যদিও দাবি, তদন্ত চলছে।
এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুর বিল্ডিং দফতরের ইঞ্জিনিয়ারেরা। তাঁদের অভিযোগ, ‘‘পুলিশের সামনেই নিগৃহীত হলাম। বার বার বলছি, বেআইনি বাড়ি ভাঙার সময়ে আরও বাহিনী মোতায়েন করতে হবে। অন্যথায় কাজ করা মুশকিল।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)