Advertisement
E-Paper

কলকাতা আই-এর জন্য টাকা জোগাড়ে ভাবনা 

তৃণমূল ক্ষমতায় আসার পরে লন্ডন আই-এর ধাঁচে কলকাতা আই তৈরির প্রস্তাব নেওয়া হয়। স্ট্র্যান্ড রোডে গঙ্গার ধারে মিলেনিয়াম পার্কে গড়া হবে ১৩৮.৫ মিটার উচ্চতার কলকাতা আই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ০১:২৪

অর্থের জোগানের অভাবে অনিশ্চিত কলকাতা আই! তা জোগাড় করতে ‘ট্রানজ্যাকশন অ্যাডভাইসর’-এর উপরে ভরসা করতে চাইছে কেএমডিএ। তাই ‘ট্রানজ্যাকশন অ্যাডভাইসর’-এর জন্য দরপত্র আহ্বান করা হল বলে কেএমডিএ সূত্রে খবর।

তৃণমূল ক্ষমতায় আসার পরে লন্ডন আই-এর ধাঁচে কলকাতা আই তৈরির প্রস্তাব নেওয়া হয়। স্ট্র্যান্ড রোডে গঙ্গার ধারে মিলেনিয়াম পার্কে গড়া হবে ১৩৮.৫ মিটার উচ্চতার কলকাতা আই। সূত্রের খবর, সেই প্রকল্পের জন্য খরচ পড়বে প্রায় ৭২২ কোটি টাকা। কিন্তু ৩০০ কোটির বেশি বরাদ্দকরতে নারাজ রাজ্যের অর্থ দফতর। তাই বাকি অর্থ জোগানের জন্য ট্রানজ্যাকশন অ্যাডভাইসর’ নিয়োগ করতে চায় কেএমডিএ। তারা স্থির করবে কী ভাবে অর্থের জোগান হবে, কতই বা খরচ পড়বে। এক আধিকারিকের মতে, ‘‘এই প্রকল্পের প্রস্তাবিত অর্থের পরিমাণ কমানোর ক্ষমতা থাকবে ট্রানজ্যাকশন অ্যাডভাইসরের উপরেই। তারা যদি অন্য কোনও সংস্থার মাধ্যমে কলকাতা আই-এর জন্য অর্থের ব্যবস্থা করতে পারে, তা-ও করতে পারবে অ্যাডভাইসর।’’

সূত্রের খবর, ১৩৮.৫ মিটার কলকাতা আইয়ে মোট ১৮টি শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাপসুল থাকবে। প্রতিটি ক্যাপসুলে ৩৯ জন করে বসতে পারবেন। অর্থাৎ মোট ৭০২ জনের বসার জায়গা হবে। প্রতি ঘণ্টায় ০.২ কিলোমিটার গতিতে ঘুরবে কলকাতা আই। এক বার ঘুরে থামতে ৩০ মিনিট সময় লাগার কথা কলকাতা আইয়ের।

কেমন হবে কলকাতা আই-এর চেহারা, তা-ও স্থির হয়েছে। কিন্তু অর্থের জোগান নিশ্চিত না হওয়ায় কলকাতা আই-এর ভবিষ্যৎই এখন প্রশ্নের মুখে পড়ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।

Kolkata Eye KMDA কলকাতা আই
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy