Advertisement
E-Paper

ঠাঁই বদলে বইমেলা সল্টলেকের পার্কে

রবীন্দ্র সদনের সামনের প্রাঙ্গণ থেকে পার্ক স্ট্রিট সংলগ্ন ময়দান হয়ে মিলনমেলায় সরে গিয়েছিল কলকাতা বইমেলা। সাময়িক ভাবে হলেও আবার তার ঠিকানা বদলাচ্ছে। ২০১৮ সালের বইমেলা হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ০২:০৮

রবীন্দ্র সদনের সামনের প্রাঙ্গণ থেকে পার্ক স্ট্রিট সংলগ্ন ময়দান হয়ে মিলনমেলায় সরে গিয়েছিল কলকাতা বইমেলা। সাময়িক ভাবে হলেও আবার তার ঠিকানা বদলাচ্ছে। ২০১৮ সালের বইমেলা হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। মঙ্গলবার নতুন এই ঠিকানা চূড়ান্ত হয়েছে বলে জানান বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়।

গত বইমেলায় ৭৪৬টি স্টল ছিল। গিল্ড সূত্রের খবর, মিলনমেলার মাঠে ১৮ একর জুড়ে মেলা বসত। সেন্ট্রাল পার্কে কিন্তু ১৩-১৪ একর জায়গা মিলবে। ত্রিদিববাবু এ দিন বলেন, ‘‘স্টলগুলিকে ছোট করে সংখ্যাটা গত বারের মতোই রাখার চেষ্টা করছি।’’

গত বইমেলা চলাকালীনই প্রশাসনের তরফে উদ্যোক্তাদের জানানো হয়, মিলনমেলার মাঠে সংস্কারের কাজ চলবে। তাই বইমেলা সরাতে হবে। সরকারি সূত্রের খবর, মিলনমেলার মাঠে আন্তর্জাতিক মানের স্থায়ী প্রদর্শনী কক্ষ গড়ে
তোলা হবে। ফ্রাঙ্কফুর্ট বইমেলার আদলে শীতাতপ নিয়ন্ত্রিত দোতলা কক্ষে হবে কলকাতার বইমেলা। তবে সেই কাজ এখনও শুরু না-হওয়ায় আগামী জানুয়ারিতে মিলনমেলার মাঠেই বইমেলা করতে দেওয়ার অনুমতি চেয়েছিলেন গিল্ড-কর্তৃপক্ষ। রাজি হয়নি রাজ্য সরকার। শেষ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেন্ট্রাল পার্কের জায়গাটি চূড়ান্ত করা হয়।

গিল্ড-কর্তারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিকল্প জায়গা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। নিউ টাউনে ইকো-ট্যুরিজম পার্ক এবং কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামও মেলার সম্ভাব্য মাঠ বলে ধরা হয়েছিল। যোগাযোগ ব্যবস্থা এবং মেলার এলাকা— এই দু’টি দিক খতিয়ে দেখে বইমেলার জন্য সেন্ট্রাল পার্ককেই উপযুক্ত মনে করেছেন গিল্ড-কর্তৃপক্ষ। সরকারও তা মেনে নিয়েছে। তবে বইমেলা নিয়ে দ্রুত মিলনমেলায় ফিরতে চায় গিল্ড।

Kolkata Book Fair 2018 Milan Mela Central Park Saltlake Tridib Chattopadhyay Publishers & Booksellers Guild ত্রিদিব চট্টোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy